বাজিস-৩ : সামাজিক যোগাযোগ মাধ্যমে অহেতুক গুজব সম্পর্কে সচেতনতা প্রয়োজন

153

বাজিস-৩
জয়পুরহাট-সামাজিক যোগাযোগ
সামাজিক যোগাযোগ মাধ্যমে অহেতুক গুজব সম্পর্কে সচেতনতা প্রয়োজন
জয়পুরহাট, ২৪ অক্টোবর, ২০১৯ (বাসস) : সমাজিক যোগাযোগ মাধ্যমে গুজব ছড়ানো সম্পর্কে সচেতনতামূলক এক সভায় বক্তারা বলেছেন অহেতুক গুজব ছড়ানো সম্পর্কে সাধারণ মানুষের মধ্যে ব্যাপক জনসচেতনতা প্রয়োজন। আজ বৃহষ্পতিবার জেলা পরিষদ মিলনায়তনে ওই সভার আয়োজন করে সদর উপজেলা প্রশাসন।
টেকসই উন্নয়নের জন্য শান্তিপূর্র্ণ ও অন্তর্ভুক্তিমূলক সমাজ তৈরির লক্ষ্যে সামাজিক যোগোযোগ মাধ্যমে অহেতুক গুজব ছড়ানো, জঙ্গিবাদ, মাদক, বাল্যবিয়ে ও যৌন নির্যাতন বন্ধে আয়োজিত সচেতনতা মূলক সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোহাম্মদ জাকির হোসেন। সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মিল্টন চন্দ্র রায়ের সভাপতিত্বে অনুষ্ঠিত সচেতনতামূলক সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পুলিশ সুপার মোহাম্মদ সালাম কবির, র‌্যাব ক্যাম্প কমান্ডার এম এম মোহাইমেনুর, এনএসআইয়ের উপ পরিচালক ইসমাইল হোসেন, জেলা আনসার ভিডিপি কর্মকর্তা সঞ্জয় চৌধুরী, ইসলামিক ফাউন্ডেশনের উপ পরিচালক আব্দুর রাজ্জাক, জয়পুরহাট সিদ্দিকীয়া কামিল মডেল মাদ্রাসার অধ্যক্ষ মওলানা আব্দুল মতিন, পুরোহিত অনুপ পান্ডে প্রমূখ। সমাজিক যোগাযোগ মাধ্যমে গুজব ছড়ানো সম্পর্কে সচেতনতা প্রয়োজন উল্লেখ করে বক্তারা বলেন, অহেতুক ফেসবুকের কোন বিষয় নিয়ে কোন কর্মসূচী দেওয়া যাবে না। এ ব্যাপারে ঈমাম, পুরোহিত, শিক্ষক, শিক্ষার্থী, জনপ্রতিনিধিসহ সকলকে সচেতন থাকার আহবান জানানো হয়।
বাসস/সংবাদদাতা/১৪০৫/-নূসী