বাসস দেশ-২২ : প্রবাসী বাংলাদেশীদের সব ধরনের সহযোগিতা দিতে ডেপুটি স্পিকারের আহবান

119

বাসস দেশ-২২
ডেপুটি স্পিকার- সংবর্ধনা
প্রবাসী বাংলাদেশীদের সব ধরনের সহযোগিতা দিতে ডেপুটি স্পিকারের আহবান
ঢাকা, ২৩ অক্টোবর, ২০১৯ (বাসস) : ডেপুটি স্পিকার মো. ফজলে রাব্বী মিয়া প্রবাসী বাংলাদেশীদের সব ধরণের সহযোগিতা করতে বিদেশে অবস্থিত বাংলাদেশ দূতাবাসগুলোর প্রতি আহবান জানিয়েছেন।
কাতার প্রবাসী বাংলাদেশ কমিউনিটির পক্ষ থেকে ডেপুটি স্পিকারকে দেয়া এক সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এ আহবান জানান।
তিনি বলেন, প্রবাসী বংলাদেশীরা তাদেও প্রেরিত রেমিটেন্সের মাধ্যমে জাতীয় বাজেট তথা দেশের উন্নয়নমুলক কাজে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন। তাই পৃথিবীর বিভিন্ন দেশে অবস্থিত বাংলাদেশ দূতাবাসগুলোকে প্রবাসীদের স্বার্থ রক্ষায় আন্তরিকভাবে কাজ করতে হবে। কোনও কারণে কোনও প্রবাসী বাংলাদেশী মৃত্যু বরণ করলে তাদের শবদেহ যাতে সহজে দেশে পৌছাতে পারে তার জন্য দূতাবাসগুলোকে সব ধরণের সহযোগিতা করতে হবে।
ডেপুটি স্পিকার বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম না হলে বাংলাদেশ হতনা। ঐতিহাসিক ৭ মর্চের ভাষণের মাধ্যমে তিনি স্বাধীনতার ডাক দিয়েছিলেন। তার ডাকে সাড়া দিয়ে বাঙালি মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলো। তিনি বলেন ৭ মার্চেরভাষণের প্রতিটি কথাই তাৎপর্যপূর্ণ।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কাতারে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত আসুদ আহমেদ।
এসময় বাংলাদেশ আওয়ামীলীগ কাতার শাখার সভাপতি শফিকুল কাদের, সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার আবু রায়হান, উপদেষ্টা ওমর ফারুক চৌধুরী, সিনিয়র সহ-সভাপতি আবুল কাসেম, জালালাবাদবাদ এসোসিয়েশনের সভাপতি মোঃ কপিল উদ্দিন, বঙ্গবন্ধু পরিষদ সভাপতি এসএম ফরিদুল হক উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বোরহান উদ্দিন শরিফ।
বাসস/সবি/এমআর/১৯০৫/আরজি