দখলমুক্ত করে সরকারি জমিতে প্রয়োজনে জনকল্যাণমুলক স্থাপনা নির্মাণের পরামর্শ

233

ঢাকা, ২৩ অক্টোবর, ২০১৯ (বাসস) : জাতীয় সংসদের ‘অনুমিত হিসাব সম্পর্কিত কমিটির সভায় অবৈধ দখলমুক্ত করে সরকারি জমিতে প্রয়োজনে জনকল্যাণে বিভিন্ন স্থাপনা নির্মাণ করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে পরামর্শ দেয়া হয়েছে।
কমিটির সভাপতি মো. আব্দুস শহীদের সভাপতিত্বে আজ সংসদ ভবনে অনুষ্ঠিত সভায় এ পরামর্শ দেয়া হয়।
কমিটির সদস্য নুর-ই-আলম চৌধুরী, ইউসুফ আব্দুল্লাহ হারুন, এ বি তাজুল ইসলাম, বজলুল হক হারুন, ওয়াসিকা আয়শা খান এবং গোলাম মোহাম্মদ সিরাজ সভায় অংশগ্রহণ করেন।
সভায় কক্সবাজারে যে সব জমি বা প্লটগুলো ইতোমধ্যে বাতিল করা হয়েছে তা অবৈধ দখল মুক্ত করে জনকল্যাণে খেলার মাঠ, পার্ক অথবা শপিং মল তৈরি করার সুপারিশ করা হয়।
সভায় প্রয়োজনে লোকবল বৃদ্ধি করে চলমান বিভিন্ন প্রকল্প দ্রুততার সাথে শেষ করার পরামর্শ দেয়া হয়।
সভায় সরকারি আবাসন প্রকল্পের ন্যায় বেসরকারী আবাসন প্রকল্পে পানি বিদ্যুৎ, গ্যাস ও সুয়ারেজ লাইন নির্মাণে সহায়তা দেয়ার সুপারিশ করা হয়।
গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব, আইএমইডির মহাপরিচালক বিভিন্ন উন্নয়ন কর্তৃপক্ষের প্রধানগণসহ মন্ত্রণালয় ও সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ সভায় উপস্থিত ছিলেন।