শাহজালালে আড়াই কেজি ওজনের সোনাসহ এক যাত্রী আটক

155

ঢাকা, ২৩ অক্টোবর, ২০১৯ (বাসস) : রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আড়াই কেজি ওজনের ২০ পিস সোনাসহ এক যাত্রীকে আটক করেছে বিমানবন্দর আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)।
আটক ব্যাক্তির নাম মোহাম্মদ আরমান (২৯)। উদ্ধারকৃত স্বর্ণের বর্তমান বাজার মূল্য প্রায় ১ কোটি ২০ লাখ টাকা। আরমান চট্টগ্রাম জেলার লোহাগাড়া থানার পেন্ডাইর পাড়া (উত্তর পদুয়া) গ্রামের মনির আহমদের পুত্র।
বিমানবন্দর আর্মড পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (অপারেশন্স অ্যান্ড মিডিয়া) মো. আলমগীর হোসেন শিমুল আজ বাসসকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, বুধবার দুপুর পৌনে দুই টার দিকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের (বিজি ০২৩৬) উড়োজাহাজটি সিলেট হয়ে ঢাকায় এসে অবতরণ করে। আর ফ্লাইটে সিলেট থেকে ঢাকায় আসেন মোহাম্মদ আরমান। গোপন সংবাদের ভিত্তিতে শাহজালাল বিমানবন্দরের অভ্যন্তরীণ টার্মিনালের বহিরাঙ্গন থেকে তাকে আটক করা হয়। তার দেহ তল্লাশি করে তার প্যান্টের ওয়েস্ট ব্যান্ড থেকে বিশেষ কায়দায় লুকানো অবস্থায় ২০ পিস সোনার বার পাওয়া যায়।
প্রাথমিক জিঞ্জাসাবাদে আটককৃত যাত্রী পুলিশকে জানান, ফ্লাইটে রুপম নামের এক যাত্রী তাকে এই স্বর্ণ দিয়েছে।
তার বিরুদ্ধে বিমানবন্দর থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।