বাসস দেশ-৬ : চ্যালেঞ্জ মোকাবেলায় বাংলাদেশের সাথে একত্রে কাজ করবে যুক্তরাষ্ট্র : মার্কিন রাষ্ট্রদূত

102

বাসস দেশ-৬
ইন্দো-বাংলা-চ্যালেঞ্জ
চ্যালেঞ্জ মোকাবেলায় বাংলাদেশের সাথে একত্রে কাজ করবে যুক্তরাষ্ট্র : মার্কিন রাষ্ট্রদূত
সিলেট, ২৩ অক্টোবর ২০১৯ (বাসস) : ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত রবার্ট মিলার বলেছেন, ইন্দো প্যাসিফিক অঞ্চলে নানা চ্যালেঞ্জ মোকাবেলায় বাংলাদেশের সাথে একযোগে কাজ করবে মার্কিন যুক্তরাষ্ট্র।
তিনি বলেন, ‘ইন্দো-প্যাসিফিক অঞ্চল নতুন নতুন প্রযুক্তি, পরিবেশ এবং নিরাপত্তাগত চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছে। এমন একটি সময়ে কোম্পানিগুলোর জন্য উš§ুক্ত বিনিয়োগ, ন্যায্য প্রতিযোগিতার টেকসই পরিবেশ নিশ্চিত করা এবং যেসব নীতি ও মূল্যবোধ বাংলাদেশের লক্ষ্যণীয় প্রবৃদ্ধিকে সম্ভব করেছে সেগুলোকে জোরদার করার জন্য যুক্তরাষ্ট্র এবং বাংলাদেশকে একত্রে কাজ করতে হবে।’
বুধবার সকালে সিলেট বিভাগীয় কমিশনারের কার্যালয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে রাষ্ট্রদূত এসব কথা বলেন।
রবার্ট মিলার সিলেটের রাতারগুল সোয়াম্প ফরেস্টের পরিবেশ ও বাস্তুসংস্থান নিয়ে সন্তোষ প্রকাশ করে বলেন, রাতারগুলের মতো বাস্তুসংস্থানগুলো সংরক্ষণ করা খুবই জরুরি, কারণ এগুলো বিভিন্ন সংরক্ষিত প্রজাতির আবাসস্থল এবং মানুষকে বন্যার হাত থেকে রক্ষা করার মতো পরিবেশগত সেবা দেয়।
তিনি বাংলাদেশের পরিবেশ রক্ষায় সফলতা অব্যাহত রাখার জন্য সংরক্ষিত অঞ্চলগুলোর সুরক্ষায় নেতৃত্বদানকারী যৌথ পরিচালনা কমিটিগুলোর ভূমিকার প্রশংসা করেন।
এ সময় তিনি সিলেটের বিবিয়ানা গ্যাস প্ল্যান্টে মার্কিন কোম্পানি শেভরণের বিনিয়োগ নিয়েও আলোচনা করেন।
তিনি বলেন, শেভরনের মতো আমেরিকান কোম্পানিগুলো কেবল যে বাংলাদেশের জ্বালানি খাতেই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তা নয়, এ দেশের ক্রমবর্ধমান অর্থনীতিতেও একটি বড় বিনিয়োগকারী হিসাবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
রাষ্ট্রদূত বলেন, শেভরন স্থানীয় জনগোষ্ঠীকে সহায়তা করার জন্য কাজ করছে। বৃহত্তর সিলেট অঞ্চলে প্রতিষ্ঠানটি ইতিবাচক প্রভাব ফেলছে।
এছাড়াও মানব পাচার রোধ এবং পাচার থেকে বেঁচে যাওয়া মানুষের বিভিন্ন সহায়তা পাওয়ার সুযোগ বাড়ানো নিয়ে বিভাগীয় কমিশনারের সাথে আলোচনার বিষয় তুলে ধরেন মার্কিন রাষ্ট্রদূত রবার্ট মিলার।
মতবিনিময় সভায় সিলেট প্রেসক্লাবের সভাপতি ইকরামুল কবির, জেলা প্রেসক্লাব সভাপতি তাপস পুরকায়স্থ ও জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট, অনলাইন ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
বাসস/এমএএম/এমএসএইচ/১৫৫৫/-এমএবি