লায়ন এয়ারের বিমান দুর্ঘটনার শিকার পরিবারগুলোর নিরাপত্তা সংস্থার কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাত

193

জাকার্তা, ২৩ অক্টোবর, ২০১৯ (বাসস ডেস্ক): গত বছর লায়ন এয়ারের একটি বিমান দুর্ঘটনায় নিহতদের পরিবারের সদস্যরা বিমানটি বিধ্বস্তের চূড়ান্ত প্রতিবেদন বিষয়ে অবহিত হতে বুধবার ইন্দোনেশিয়ার নিরাপত্তা নিয়ন্ত্রকদের সঙ্গে সাক্ষাত করেন। প্রতিবেদনটি কয়েকদিনের মধ্যে প্রকাশ করা হতে পারে। খবর এএফপি’র।
গত বছরের অক্টোবরে জাকার্তা থেকে উড্ডয়নের পরপরই জাভা সাগরে বোয়িং ৭৩৭ ম্যাক্স বিমান বিধ্বস্ত হয়ে এর ১৮৯ যাত্রী ও ক্রূ’র সকলে প্রাণ হারায়।
এ মর্মান্তিক বিমান দুর্ঘটনার মাত্র কয়েক মাস পর ইথিওপিয়া এয়ারলাইন্সের একটি ৭৩৭ ম্যাক্স বিমান বিধ্বস্ত হয়ে ১৫৭ জন নিহত হওয়ার পর বিশ্বব্যাপী এ মডেলের বিমান উড্ডয়ন বাতিল করা হয়।
উভয় দুর্ঘটনার প্রাথমিক তদন্তে দেখা যায় ক্রমাগত পরিবর্তন হওয়ায় স্বয়ংক্রিয় ফ্লাইট নিয়ন্ত্রণ প্রযুক্তি ম্যানুভারিয়ং ক্যারেকটারিসটিক অগমেন্টেশন সিস্টেম পাইলটরা নিয়ন্ত্রণ করতে অপারগ হয়।