বাসস দেশ-২ : ইনমাস প্রকল্পের কার্যক্রম মানসম্মত করতে বিশেষজ্ঞ মতামত নিতে সংসদীয় কমিটির পরামর্শ

148

বাসস দেশ-২
প্রযুক্তি-কমিটি-বৈঠক
ইনমাস প্রকল্পের কার্যক্রম মানসম্মত করতে বিশেষজ্ঞ মতামত নিতে সংসদীয় কমিটির পরামর্শ
ঢাকা, ২৩ অক্টোবর, ২০১৯ (বাসস) : ইনস্টিটিউট অব নিউক্লিয়ার মেডিসিন এন্ড এ্যালায়েড সায়েন্সেস (ইনমাস) প্রকল্পের কার্যক্রম মানসম্মত করতে বিশেষজ্ঞের মতামত নেয়ার পরামর্শ দিয়েছে জাতীয় সংসদের বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি।
কমিটির সভাপতি আ. ফ. ম. রুহুল হকের সভাপতিত্বে আজ সংসদ ভবনে অনুষ্ঠিত বৈঠকে এ পরামর্শ দেয়া হয়।
কমিটির সদস্য ইকবালুর রহিম, মোঃ হাবিবে মিল্লাত, মোঃ মোজাফ্ফর হোসেন, সেলিমা আহমাদ এবং হাবিবা রহমান খান বৈঠকে অংশগ্রহণ করেন।
বৈঠকে বঙ্গবন্ধু মান মন্দির এবং নির্মাণাধীন নিনমাস ও ইনমাস প্রকল্পের অগ্রগতি সম্পর্কে আলোচনা করা হয়। বর্তমানে দেশের ৮টি মেডিকেল কলেজ হাসপাতাল ক্যাম্পাসে ইনষ্টিটিউট অব নিউক্লিয়ার মেডিসিন এন্ড এ্যালায়েড সায়েন্সেস (ইনমাস) প্রকল্পের কাজ চলমান রয়েছে বলে জানানো হয়। কমিটি ইনমাস প্রকল্পের অগ্রগতি আরো গতিশীল ও মানসম্মত করার জন্য বিশেষজ্ঞের মতামত নেওয়ার জন্য মন্ত্রণালয়কে পরামর্শ প্রদান করা হয়।
ভবিষ্যতে নতুন প্রজেক্ট তৈরীর সময় প্রয়োজনীয় জনবলসহ প্রজেক্ট পেপার তৈরী করার ওপর কমিটি গুরুত্বারোপ করে।
বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রনালয়ের সচিবসহ মন্ত্রণালয় ও জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ বৈঠকে উপস্থিত ছিলেন।
বাসস/সবি/এমএসএইচ/১৩৩৩/-এমএবি