বাসস বিদেশ-১ : যুক্তরাষ্ট্রে সংবাদপত্র অফিসে গুলিতে নিহত ৫

179

বাসস বিদেশ-১
যুক্তরাষ্ট্র-হামলা-সংবাদপত্র
যুক্তরাষ্ট্রে সংবাদপত্র অফিসে গুলিতে নিহত ৫
আনাপোলিস (যুক্তরাষ্ট্র), ২৯ জুন, ২০১৮ (বাসস ডেস্ক):যুক্তরাষ্ট্রের আনাপোলিস নগরীর একটি সংবাদপত্র ভবনে গুলিতে ৫ জন নিহত ও বেশ কয়েকজন আহত হয়েছে। পুলিশ বলছে এটি একটি পরিকল্পিত হামলা। স্থানীয় সময় বৃহস্পতিবার সন্ধ্যায় এ হামলা চালানো হয়। খবর এএফপি’র।
কর্মকর্তারা জানান, যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ড রাজ্যের এক শ্বেতাঙ্গ যুবক ক্যাপিটাল গেজেট নামের এ সংবাদপত্র ভবনে বন্দুক হামলা চালায়।
সন্দেহভাজন হামলাকারীকে আটক করা হয়েছে। যুক্তরাষ্ট্রের মিডিয়া হামলাকারীর নাম জারোড রামোস বলে উল্লেখ করেছে। স্থানীয় পুলিশ তাকে জিজ্ঞাসাবাদ করছে।
এলোপাতাড়ি গুলিতে বেশ কয়েকজন গুলিবিদ্ধ হয়েছে। তাদের কয়েকজনকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে। উদ্ধারকাজ অব্যাহত রয়েছে।
হামলায় আহত এক ব্যক্তি জানান, বন্দুকধারী ব্যক্তি কাঁচের দরোজার বাইরে থেকেই গুলি চালাতে থাকে। এতে ঘটনাস্থলেই বেশ কয়েকজন নিহত হয়।
পুলিশ কর্মকর্তা জানান, এটি একটি পরিকল্পিত হামলা। তবে হামলাকারীর উদ্দেশ এখনো জানা যায়নি।
উল্লেখ্য, ১৮৮৪ সালে চালু হওয়া পত্রিকাটি যুক্তরাষ্ট্রের সবচেয়ে পুরোনো পত্রিকাগুলোর একটি।
এদিকে প্রেসিডেন্ট ট্রাম্প হামলার শিকার ব্যক্তি ও তাদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।
বাসস/এমএজেড/১০৫৫/এমএবি