বাজিস-১০ : পাবনায় ও সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় দু’জন নিহত

492

বাজিস-১০
পাবনা-সাতক্ষীরা-দুর্ঘটনা
পাবনায় ও সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় দু’জন নিহত
ঢাকা, ২২ অক্টোবর, ২০১৯ (বাসস) : পাবনা ও সাতক্ষীরা জেলায় আজ মঙ্গলবার পৃথক সড়ক দুর্ঘটনায় দু’জন নিহত হয়েছেন।
নিহতরা হলেন- পাবনা জেলার চাটমোহর পৌর শহরের ব্যবসায়ী শ্যামল কুমার মানি’র স্ত্রী শিক্ষিকা চামেলী রানী (৫০) এবং সাতক্ষীরার দেবহাটা উপজেলার পাইকপাড়া গ্রামের মৃত মুরারী ঢালীর পুত্র মোস্তফা ঢালী (৭০)।
বাসস-এর পাবনা সংবাদদাতা জানান, জেলার চাটমোহর উপজেলায় মাইক্রেবাসের ধাক্কায় সিএনজি চালিত অটোরিকশা খাদে পড়ে কলেজ শিক্ষিকা চামেলী রানী নিহত হন।
মঙ্গলবার দুপুর দেড়টার দিকে উপজেলার ছাইকোলা ইউনিয়নের সবুজপাড়া এলাকায় এ দূর্ঘটনা ঘটে। নিহত চামেলী রানী ছাইকোলা ডিগ্রি কলেজের সমাজকর্ম বিভাগের শিক্ষক ছিলেন।
চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ নাসিরউদ্দিন সড়ক দুর্ঘটনায় কলেজ শিক্ষিকার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
বাসস-এর সাতক্ষীরা সংবাদদাতা জানান, মঙ্গলবার দুপুরে দেবহাটা উপজেলার গাজীরহাটে রাস্তা পারাপারের সময় কালিগঞ্জ থেকে সাতক্ষীরাগামী একটি যাত্রীবাহি বাসের ধাক্কায় পথচারি মোস্তফা ঢালী ঘটনাস্থলেই মারা যান।
সড়ক দুর্ঘটনায় নিহতের বিষয়টি নিশ্চিত করে দেবহাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপ্লব কুমার সাহা জানান, মৃতদেহ উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
বাসস/সংবাদদাতা/২১৩৫/-এমকে