বাসস দেশ-৩৯ : কাল এমপিওভুক্তি ঘোষণা করবেন প্রধানমন্ত্রী : দীপু মনি

245

বাসস দেশ-৩৯
এমপিও-ঘোষণা-দীপু মনি
কাল এমপিওভুক্তি ঘোষণা করবেন প্রধানমন্ত্রী : দীপু মনি
ঢাকা, ২২ অক্টোবর, ২০১৯ (বাসস) : শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি আজ বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামীকাল নতুন বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্তির ঘোষণা দেবেন ।
রাজধানীর সেগুনবাগিচাস্থ আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে সাংবাদিকদের ব্রিফিংকালে শিক্ষামন্ত্রী দীপু মনি এই তথ্য জানান। তিনি বলেন, প্রধানমন্ত্রী তাঁর সরকারি বাসভবন গণভবনে বেলা ১২টায় এই ঘোষণা দেবেন।
তিনি আরো বলেন, এমপিওভুক্তি চলতি বছরের জুলাই থেকে কার্যকর হবে।
উপযুক্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলো এমপিও পদ্ধতির আওতায় আনা হচ্ছে উল্লেখ করে তিনি বলেন, নতুন এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যা ২০১০ সালে ঘোষিত সংখ্যার দ্বিগুণ হবে।
সর্বশেষ ২০১০ সালে এক হাজার ৬২৪টি শিক্ষা প্রতিষ্ঠানকে এমপিওভুক্ত করা হয়েছিল।
নন এমপিও শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের চলমান আন্দোলন প্রত্যাহারের আহ্বান জানিয়ে দীপু মনি বলেন, কোনও যোগ্য প্রতিষ্ঠান এমপিও প্রকল্পের বাইরে থাকবে না।
তিনি বলেন, ‘এখন থেকে উপযুক্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে প্রতিবছর এমপিও পদ্ধতির আওতায় আনা হবে।’
প্রেস ব্রিফিংয়ে অন্যান্যের মধ্যে শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল এবং মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বিভাগের সিনিয়র সচিব মো. সোহরাব হোসেন উপস্থিত ছিলেন।
বাসস/সবি/এসএএইচ/অনুবাদ-কেজিএ/২১৩০/-জেহক