বাসস দেশ-২২ : সড়ক দুর্ঘটনা রোধে দরকার মানসিকতার পরিবর্তন : মাহবুবুর রহমান

104

বাসস দেশ-২২
সিএমপি কমিশনার-নিরাপদ সড়ক
সড়ক দুর্ঘটনা রোধে দরকার মানসিকতার পরিবর্তন : মাহবুবুর রহমান
ঢাকা, ২২ অক্টোবর, ২০১৯ (বাসস) : চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) কমিশনার মোঃ মাহাবুবর রহমান বলেছেন, সড়কে নামলেই দেখা যায় আইন না মেনে চলার প্রবল প্রতিযোগিতা। কিন্তু সড়ক দুর্ঘটনা প্রতিরোধে সবচেয়ে বেশি দরকার এ মানসিকতার পরিবর্তন।
পরিবহন মালিক, চালক, যাত্রী, পথচারীরা যদি আইন মেনে চলার সংস্কৃতি অনুশীলন করেন এবং সড়কে শৃঙ্খলার দায়িত্বে নিয়োজিতরা যদি যথাযথ দায়িত্ব পালন করেন তাহলে সড়ক অবশ্যই নিরাপদ হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপন উপলক্ষে “জীবনের আগে জীবিকা নয়, সড়ক দুর্ঘটনা আর নয়” প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে নিরাপদ সড়ক চাই (নিসচা) চট্টগ্রাম মহানগর কমিটির উদ্যোগে সড়ক দূর্ঘটনা রোধকল্পে জনসচেতনতামূলক কর্মসূচীর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় সিএমপি কমিশনার এসব কথা বলেন।
আজ মঙ্গলবার দুপুরে চট্টগ্রাম ওয়াসা মোড়ে রোটারি ক্লাব অব চিটাগাং -এর সহযোগিতায় আয়োজিত মোটরসাইকেল চালক ও আরোহীদের হেলমেট প্রদান ও ব্যবহার বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
রোটারী ক্লাব চিটাগাং এর সভাপতি মোহাম্মদ মুসলিমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি ছিলেন নিরাপদ সড়ক চাই (নিসচা)’র কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান ও নগর সভাপতি এস এম আবু তৈয়ব।
এদিকে আজ বিকেলে সড়ক দূর্ঘটনা রোধকল্পে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে নগরীর আগ্রাবাদ বালিকা বিদ্যালয় মিলনায়তনে শিক্ষার্থী সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে নিরাপদ সড়ক চাই (নিসচা)’র কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান ও নগর সভাপতি এস এম আবু তৈয়ব সভাপতিত্ব করেন।
সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার (ট্রাফিক) এস এম মোস্তাক আহমেদ খান বলেন, আগের তুলনায় মানুষ অনেক সচেতন হচ্ছে। ইতোমধ্যে বিভিন্ন ধরনের পরিসংখ্যানে উঠে এসেছে কীভাবে সড়ক নিরাপদ রাখা যায়। সেগুলো নিয়ে ব্যাপক কাজ হচ্ছে। আমরা আশা করি ভবিষ্যতে সবার প্রচেষ্টায় এটি প্রতিরোধ করা সম্ভব হবে।
শিক্ষার্থী সমাবেশে বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক চৌধুরী ফরিদ, নিসচা নগর সাধারণ সম্পাদক শফিক আহমেদ সাজীব, চট্টগ্রাম মেট্রোপলিটন পরিবহন মালিক গ্রুপের মহাসচিব বেলায়েত হোসেন বেলাল, আগ্রাবাদ মহিলা কলেজের অধ্যক্ষ কৃষ্ণ কুমার দত্ত ও আগ্রাবাদ বালিকা বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোহাম্মদ মিরাজ মিয়া।
বাসস/সবি/এফএইচ/১৮৫৬/-আসাচৌ