সিরিয়ার প্রেসিডেন্টের ইদলিবের যুদ্ধক্ষেত্র পরিদর্শন

226

দামেস্ক, ২২ অক্টোবর, ২০১৯ (বাসস ডেস্ক) : সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ ইদলিব যুদ্ধক্ষেত্রে মোতায়েনরত সরকারি সৈন্যদের দেখতে সেখানে যান। জিহাদীদের বিরুদ্ধে লড়াই শুরুর পর এ প্রথমবারের মতো মঙ্গলবার তিনি উত্তরপশ্চিমাঞ্চলীয় এ যুদ্ধক্ষেত্র পরিদর্শন করেন।
সামাজিক যোগাযোগ মাধ্যম নেটওয়ার্কে প্রেসিডেন্ট কার্যালয় থেকে বলা হয়েছে, ইদলিব সীমান্তের হেবেইত শহরের যুদ্ধক্ষেত্রে প্রেসিডেন্ট বাশার আল আসাদ সিরীয় সৈন্যদের সঙ্গে সাক্ষাত করেন।
ইদলিব অঞ্চলে ৩০ লাখের বসবাস। রুশ মধ্যস্থতায় গত ৩১ আগস্ট থেকে এলাকাটিতে অস্ত্রবিরতি কার্যকর রয়েছে। কিন্তু প্রায়ই সেখানে খন্ডযুদ্ধ লেগেই রয়েছে।