টানা ষষ্ঠ জয়ের লক্ষ্যে কাল গতিময় স্লাভিয়ার মুখোমুখি হবে বার্সেলোনা

165

প্রাগ, ২২ অক্টোবর ২০১৯ (বাসস) : আগামীকাল চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্বে নিজেদের তৃতীয় ম্যাচে আন্ডারডগ স্লাভিয়া প্রাগের মুখোমুখি হবে বার্সেলোনা। এই প্রথমবারের মত প্রাগে এই দুই দল একে অপরের মোকাবেলা করবে। লা লিগা ও চ্যাম্পিয়ন্স লিগ মিলিয়ে টানা ষষ্ঠ জয়ের লক্ষ্যে কাল মাঠে নামবে কাতালান জায়ান্টরা।
কাতালান জুড়ে চলমান রাজনৈতিক অস্থিরতাকে পিছনে ফেলে আর্নেস্টো ভালভার্দের দল শনিবার লা লিগায় এ্যাওয়ে ম্যাচে এইবারকে ৩-০ গোলে উড়িয়ে দিয়েছে। আক্রমনভাগের তিন তারকা লিওনেল মেসি, লুইস সুয়ারেজ ও আঁতোয়া গ্রিজম্যান গোলগুলো করেছেন। টানা এই জয়ে রিয়াল মাদ্রিদকে টপকে লিগ টেবিলের শীর্ষে উঠে এসেছে বার্সা। চ্যাম্পিয়ন্স লিগে তারা সর্বশেষ ইন্টার মিলানকে ২-১ গোলে পরাজিত করেছিল।
গত সপ্তাহে বার্সা ও রিয়াল মিলে মৌসুমের প্রথম এল ক্লাসিকো বাতিলের সিদ্ধান্ত মেনে নেয়। কাতালানদের রাজনৈতিক অস্থিরতাকে সামনে রেখে ২৬ অক্টোবরের পরিবর্তে ম্যাচটি ডিসেম্বরে অনুষ্ঠানের সিদ্ধান্ত নেয় স্প্যানিশ ফুটবল ফেডরেশন। এদিকে অনেকটাই শান্ত প্রাগে চেক চ্যাম্পিয়ন স্লাভিয়া শনিবার লিগে এক গোলে পিছিয়ে থেকেও ছোট দল প্রিব্রামকে ৩-১ গোলে পরাজিত করে ছয় পয়েন্ট এগিয়ে টেবিলের শীর্ষে অবস্থান করছে।
এ পর্যন্ত খেলা দুই ম্যাচে চার পয়েন্ট নিয়ে চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ-এফ’র দ্বিতীয় স্থানে রয়েছে বার্সেলোনা। প্রথম ম্যাচে ডর্টমুন্ডের সাথে ড্র করেছিল কাতালান জায়ান্টরা। বার্সার সমান চার পয়েন্ট নিয়েও গোল ব্যবধানে এগিয়ে ডর্টমুন্ড রয়েছে গ্রুপের শীর্ষে। এদিকে মিলানের সাথে ১-১ গোলে ড্র ও ঘরের মাঠে ডর্টমুন্ডের কাছে ২-০ গোলে পরাজিত হয়ে এক পয়েন্ট নিয়ে গ্রুপের তলানিতে রয়েছে স্লাভিয়া।
এইবারের সাথে বার্সার আক্রমনভাগ পুরোপুরি ছন্দ ফিরে পাওয়ায় স্লাভিয়াকে এই বিষয়টি নিয়ে আলাদা করে চিন্তা করতেই হচ্ছে। শনিবারের ম্যাচের পর গ্রিজম্যান বলেছিলেন, ‘ফুটবলে খারাপ বা ভাল দিন আসতেই পারে। তবে আমরা প্রতিদিনই একটু একটু করে নিজেদের সাথে পরিচিত হচ্ছি।’
ভালভার্দে বলেছেন, ‘তারকা খেলোয়াড়রা সবসময়ই একে অন্যকে সহজে বুঝতে পারে। যতই দিন যায় তাদের মধ্যে সমঝোতার মাত্রাটা বাড়তে থাকে।’
কালকের ম্যাচের আন্ডারডগ তকমা পাওয়া আত্মবিশ্বাস, শারীরিক দক্ষতা ও কঠোর পরিশ্রম দিয়ে কোচ জিনড্রিচ ট্রিপোভোস্কির অধীনে স্লাভিয়া নিজেদের দারুণভাবে গড়ে তুলেছে। ঘরোয়া লিগে সেই কারনেই তারা জয়ের ধারাবাহিকতা ধরে রেখে এগিয়ে যাচ্ছে। গত মৌসুমে ইউরোপা লিগে সেভিয়াকে বিদায় করে দেবার পর কোয়ার্টার ফাইনালে চেলসির কাছে পরাজিত হয়েছিল। ডিফেন্সিভ মিডফিল্ডার ও অধিনায়ক টমাস সোচেক বলেছেন, ‘নিজেদের সেরাটা দেবার জন্যই আমরা মাঠে নামবো। আমরা নিজেদের সম্পর্কে জানি।’
গোলরক্ষক ওনড্রে কোলার বলেছেন, ‘অন্তত এক পয়েন্ট আমরা পেতে চাই। একটি বিষয় আমরা প্রমাণ করতে চাই জায়ান্টদের মোকবেলা করার ক্ষমতা আমাদের আছে। আশা করছি ঘরের মাঠে আমরা তাদেরকে কঠিন পরীক্ষার মুখে ফেলতে পারবো।’
২০১১ সালে সর্বশেষ প্রাগে ভিক্টোরিয়া পিলসেনের বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগে মাঠে নেমেছিল বার্সা। ম্যাচটিতে মেসির হ্যাটট্রিকে বার্সা ৪-০ গোলে জয়ী হয়েছিল। কোলার বলেন, ‘আমরা জানি বার্সেলোনায় অনেক খেলোয়াড় রয়েছেন যাদের গোল করার দক্ষতা আছে। তারা বেশ শক্তিশালী দল। বিশেষ করে মেসি সত্যিকার অর্থেই ব্যতিক্রম। তাকে নিয়েই আমাদের বাড়তি সতর্ক থাকতে হবে।’
এইবারের বিপক্ষে বাম হাঁটুতে আঘাত পাওয়ায় কালকের ম্যাচে খেলতে পারছেন না বার্সেলোনার সেন্ট্রাল মিডফিল্ডার সার্জি রবার্তো। তবে নিষেধাজ্ঞা কাটিয়ে দলে ফিরতে পারেন অভিজ্ঞ ডিফেন্ডার জেরার্ড পিকে।