বাসস ক্রীড়া-৪ : দক্ষিণ আফ্রিকাকে প্রথমবারের মত হোয়াইটওয়াশ করলো ভারত

123

বাসস ক্রীড়া-৪
ক্রিকেট-রাঁচি টেস্ট
দক্ষিণ আফ্রিকাকে প্রথমবারের মত হোয়াইটওয়াশ করলো ভারত
রাঁচি, ২২ অক্টোবর, ২০১৯ (বাসস) : সফরকারী দক্ষিণ আফ্রিকাকে টেস্ট ক্রিকেটে প্রথমবারের মত হোয়াইটওয়াশ করলো স্বাগতিক ভারত। আগের ১৪টি সিরিজের কোনটিতেই প্রোটিয়াদের হোয়াইটওয়াশ করতে পারেনি টিম ইন্ডিয়া। রাঁচিতে সিরিজের তৃতীয় ও শেষ টেস্টে আজ প্রোটিয়াদের ইনিংস ও ২০২ রানের বড় ব্যবধানে হারায় স্বাগতিকরা। ইনিংস বিবেচেনায় দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ভারতের এটিই সবচেয়ে বড় ব্যবধানের জয় । ফলে তিন ম্যাচের সিরিজ ৩-০ ব্যবধানে জিতে নিলো বিরাট কোহলির দল। প্রথম টেস্ট ২০৩ রানে এবং দ্বিতীয় টেস্ট ইনিংস ও ১৩৭ রানে জিতেছিলো ভারত। টেস্টের আগে তিন ম্যাচের টি-২০ সিরিজ ১-১ সমতায় শেষ করেছিলো ভারত-দক্ষিণ আফ্রিকা।
ম্যাচের তৃতীয় দিন শেষেই ম্যাচ জয়ের পথ তৈরি করে রেখেছিল ভারত। তৃতীয় দিন শেষে দ্বিতীয় ইনিংসে ৮ উইকেটে ১৩২ রান করেছিলো প্রোটিয়ারা। ইনিংস হার এড়াতে ২ উইকেট হাতে নিয়ে আরও ২০৩ রান করতে হতো দক্ষিণ আফ্রিকাকে। পক্ষান্তরে ম্যাচ জিততে মাত্র ২ উইকেট প্রয়োজন ছিলো টিম ইন্ডিয়ার।
চতুর্থ দিন প্রথম ২ ওভার মধ্যে দক্ষিণ আফ্রিকার শেষ ২ উইকেট তুলে নেয় ভারত। দিনের প্রথম ওভারে ১ রান দিয়ে প্রোটিয়াদের কোন উইকেটের পতন ঘটাতে পারেননি ভারতের পেসার মোহাম্মদ সামি। পরের ওভারে আক্রমনে আসেন অভিষেক ম্যাচ খেলতে নামা স্পিনার শাহবাজ নাদিম। ওভারের শেষ দু’বলে উইকেট তুলে নিয়ে দক্ষিণ আফ্রিকাকে ১৩৩ রানেই গুটিয়ে দেন নাদিম।
৩০ রান নিয়ে দিন শুরু করে সেখানেই থেমে যান কনকাশন সাব হিসেবে খেলতে নামা তিউনিস ডি ব্রুইন। ব্রুইনকে স্টাম্পিং-এ ফাঁদে ফেলেন নাদিম। ব্রুইনের বিদায়ের পর উইকেটে যান শেষ ব্যাটসম্যান লুঙ্গি এনগিডি। প্রথম ডেলিভারিতেই নাদিমকে ফিরতি বলে ক্যাচ দেন এনগিডি। ফলে দিনের মাত্র ১২ বলের ব্যবধানে পতন ঘটে দক্ষিণ আফ্রিকার শেষ ২ উইকেটের। ৫ রানে অপরাজিত থাকেন এনরিখ নর্টি। ভারতের সামি ৩, উমেশ-নাদিম ২টি করে ও জাদেজা-অশ্বিন ১টি করে উইকেট নেন। ম্যাচ সেরা হয়েছেন ভারতের ওপেনার রোহিত শর্মা। প্রথম ইনিংসে ২১২ রান করেছিলেন তিনি। সিরিজ সেরাও হন রোহিত। পুরো সিরিজে ৩ ম্যাচের ৪ ইনিংসে ৫২৯ রান করেছেন এই ডান-হাতি ব্যাটসম্যান।
ম্যাচ শেষে পুরস্কার বিরতরণী ম্যাচে ভারতের অধিনায়ক বিরাট কোহলি বলেন, ‘অবিশ্বাস্য। তিন ম্যাচে ধারাবাহিকভাবে ছেলেরা ভালো খেলেছে। সিরিজের শুরুতে আমাদের লক্ষ্য ছিল ভালো খেলা। সেখানে আমরা তিন ম্যাচে আধিপত্য বিস্তার করে জয় পেয়েছি।’
দক্ষিণ আফ্রিকার অধিনায়ক ফাফ ডু-প্লেসিস বলেন, ‘সিরিজটি আমাদের জন্য খুবই হতাশার। আমরা প্রত্যক ম্যাচেই ভুল করেছি। যেসব ভুল ম্যাচ থেকে ছিটকে দেয় আমাদের। ব্যাটসম্যানরা নিজেদের দৃঢ়তা দেখাতে পারেনি। বোলাররা সর্বাত্মক চেষ্টা করেছে। তারা সফলও হয়েছে। আশা করছি, খুব দ্রুতই আমরা ঘুড়ে দাঁড়াবো।’
ম্যাচ ও সিরিজ সেরা রোহিত বলেন, ‘ওপেনার হিসেবে সুযোগ দেয়ায় আমি টিম ম্যানেজমেন্টকে আমি ধন্যবাদ দিতে চাই। টেস্টে নতুন বলে কিভাবে খেলতে হয়, এই সিরিজ থেকে অনেক কিছুই শিখতে পারলাম। নতুন বলে খেলা সবসময়ই কঠিন। তবে আমি ইতিবাচকভাবে খেলার চেষ্টা করেছি এবং সফল হয়েছি।’
সংক্ষিপ্ত স্কোর :
ভারত : ৪৯৭/৯ ডি, ১১৬.৩ ওভার (রোহিত ২১২, রাহানে ১১৫, লিন্ডে ৪/১৩৩)।
দক্ষিণ আফ্রিকা : ১৬২ ও ১৩৩, ৪৮ ওভার (ব্রুইন ৩০, লিন্ডে ২৭, সামি ৩/১০)।
ফল : ভারত ইনিংস ও ২০২ রানে জয়ী।
ম্যাচ সেরা : রোহিত শর্মা (ভারত)।
সিরিজ সেরা : রোহিত শর্মা (ভারত)।
বাসস/এএমটি/১৬১৫/স্বব