বাসস ক্রীড়া-১১ : রাজস্থানের কোচ হলেন ম্যাকডোনাল্ড

137

বাসস ক্রীড়া-১১
ক্রিকেট-ম্যাকডোনাল্ড
রাজস্থানের কোচ হলেন ম্যাকডোনাল্ড
নয়াদিল্লি, ২১ অক্টোবর ২০১৯ (বাসস) : ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) টি-২০ ক্রিকেটে প্রধান কোচ হিসেবে অস্ট্রেলিয়ার সাবেক খেলোয়াড় এন্ড্রিু ম্যাকডোনাল্ডকে নিয়োগ দিয়েছে রাজস্থান রয়্যালস।
দক্ষিণ আফ্রিকার প্যাডি আপটনের জায়গায় তিন বছরের জন্য ম্যাকডোনাল্ডকে প্রধান কোচ হিসেবে নিয়োগ দেয়া হয়েছে বলে আজ রাজস্থানের পক্ষ থেকে জানানো হয়েছে। আপটনের অধীনে গেল আসরে আট দলের মধ্যে সপ্তম হয়েছিলো রাজস্থান।
খেলোয়াড়ি জীবনে অস্ট্রেলিয়ার হয়ে চারটি টেস্ট খেলেছেন ম্যাকডোনাল্ড। এছাড়া আইপিএলে খেলার অভিজ্ঞতা রয়েছে তার। ২০০৯ ও ২০১৩ মৌসুমে আইপিএল খেলেছিলেন ৩৮ বছর বয়সী ম্যাকডোনাল্ড।
২০১৬ সালে ক্রিকেট ক্যারিয়ারকে ইতি বলার পর কোচ হিসেবে সুনাম কুড়িয়েছেন ম্যাকডোনাল্ড। ইংলিশ কাউন্টিতে লিচেস্টারশায়ারের কোচ হিসেবে দায়িত্ব পালন করেছেন তিনি। গেল বছর আইপিএলের দল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর বোলিং কোচ হিসেবেও দায়িত্ব পালন করেন ম্যাকডোনাল্ড।
চলতি বছর শেফিল্ড শিল্ডে চ্যাম্পিয়ন হওয়া ভিক্টোরিয়ার কোচ ছিলেন ম্যাকডোনাল্ড। এছাড়া বিশ ব্যাশ লিগে মেলবোর্ন রেনেগেডসের শিরোপা জয়ের মৌসুমে দলের কোচ ছিলেন তিনি।
রাজস্থানের কোচ হতে পেরে নিজের অনুভূতি জানাতে গিয়ে ম্যাকডোনাল্ড বলেন, ‘রাজস্থান পরিবারে যোগ দেয়ার জন্য আমি উদগ্রীব হয়ে আছি। এমন দায়িত্ব নেয়াটা অনেক বেশি সম্মানের হবে।’
২০০৮ সালের প্রথম আসরেই আইপিএলের শিরোপা জিতেছিলো রাজস্থান। কিন্তু এরপর থেকে কোন আসরেই সাফল্যের মুখ দেখেনি তারা।
বাসস/এএমটি/১৯৪০/মোজা/স্বব