বাসস দেশ-২২ : ছাত্র রাজনীতিকে সুস্থ ধারায় ফিরিয়ে আনতে হবে : জি.এম. কাদের

112

বাসস দেশ-২২
ছাত্র-সমাজ-মতবিনিময়
ছাত্র রাজনীতিকে সুস্থ ধারায় ফিরিয়ে আনতে হবে : জি.এম. কাদের
ঢাকা, ২১ অক্টোবর ২০১৯ (বাসস) : জাতীয় পার্টির চেয়ারম্যন এবং বিরোধী দলীয় উপনেতা জি.এম. কাদের বলেছেন, ছাত্র রাজনীতির গৌরবোজ্জ্বল ঐতিহ্য এখন হারাতে বসেছে। তাই বিপর্যয় থেকে উত্তরণের জন্য ছাত্র রাজনীতিকে সুস্থ ধারায় ফিরিয়ে আনতে হবে।
আজ বনানীস্থ কার্যালয়ের মিলনায়তনে জাতীয় ছাত্রসমাজের নেতবৃন্দের সাথে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।
জি.এম. কাদের বলেন, ছাত্ররা এ জাতির ভবিষ্যৎ। সেই ভবিষ্যতকে আমরা অন্ধকারের পথে ঠেলে দিতে পারি না। আমি জাতীয় ছাত্র সমাজকে আলোর বর্তিকা হিসেবেই গড়ে তুলতে চাই।
এসময় পার্টির প্রেসিডিয়াম সদস্য জিয়াউদ্দিন আহমেদ বাবলু, সৈয়দ আবু হোসেন বাবলা এমপি, সুনীল শুভরায়, যুগ্ম মহাসচিব সুলতান আহমেদ সেলিম, ছাত্র বিষয়ক সম্পাদক সৈয়দ ইফতেকার আহসান হাসান, যুগ্ম ছাত্র বিষয়ক সম্পাদক- মিজানুর রহমান মিরু উপস্থিত ছিলেন।
মতবিনিময় সভায় আগামী ১৫ নভেম্বরের মধ্যে জাতীয় ছাত্রসমাজের কেন্দ্রীয় সম্মেলন অনুষ্ঠানের তাগিদ দেয়া হয়। জাতীয় ছাত্রসমাজের কেন্দ্রীয় সম্মেলন আয়োজনের সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণের জন্য জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য জিয়াউদ্দিন আহমেদ বাবলুকে আহ্বায়ক করে ৬ সদস্যের একটি মনিটরিং সেল গঠন করা হয়।
বাসস/সবি/এমএআর/১৯১৫/কেএমকে