বাসস দেশ-১৬ : খুলনা বিভাগে প্রায় সাড়ে ৯ হাজার ডেঙ্গু রোগী চিকিৎসা শেষে ঘরে ফিরে গেছেন

104

বাসস দেশ-১৬
ডেঙ্গু-রোগী-সুস্থ
খুলনা বিভাগে প্রায় সাড়ে ৯ হাজার ডেঙ্গু রোগী চিকিৎসা শেষে ঘরে ফিরে গেছেন
খুলনা, ২১ অক্টোবর, ২০১৯ (বাসস) : বিভাগের মোট ৯ হাজার ৪ শ’ ৫৫ জন ডেঙ্গু রোগী চিকিৎসা শেষে সুস্থ হয়ে ঘরে ফিরে গেছেন। খুলনা স্বাস্থ্য অধিদপ্তরের (ডিজিএইচএস) এক বার্তায় এ কথা জানানো হয়।
এ বছরের জানুয়ারি থেকে প্রায় ১০ হাজার ১ শ’ ৩৩ জন ডেঙ্গু রোগী খুলনা বিভাগের বিভিন্ন হাসপাতালে ভর্তি হন। বর্তমানে বিভাগের বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিকে ১ শ’ ৬১ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন রয়েছেন বলে এতে জানানো হয়।
অধিদপ্তর কার্যালয় থেকে জানানো হয় এ পর্যন্ত এক জন ডেঙ্গু রোগীর মৃত্যু হয়েছে।
বিভাগে ১৫ হাজার ২ শ’ ৭২ ডেঙ্গু পরীক্ষার কিট সংরক্ষিত রয়েছে।
গত চব্বিশ ঘন্টায় বিভাগের বিভিন্ন হাসপাতালে প্রায় ৪৫ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। এছাড়াও ৫ শ’ ১৭ জন ডেঙ্গু রোগীকে ঢাকার বিভিন্ন হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
বাসস/জেডএইচ/অনু-এসই/১৭৪৫/কেএমকে