ভোলায় সব ধরনের সভা সমাবেশ নিষিদ্ধ

169

ভোলা, ২১ অক্টোবর, ২০১৯ (বাসস) : আইন শৃঙ্খলা রক্ষার্থে জেলায় সকল প্রকার সভা সমাবেশ নিষিদ্ধ করেছে প্রশাসন।
ভোলার বোরহানউদ্দিনের ঘটনায় সর্বদলীয় মুসলিম ঐক্য পরিষদ আজ ভোলা জেলা স্কুল মাঠে আজ এক প্রতিবাদ সমাবেশের ডাক দেয়। তবে প্রশাসনের পক্ষ থেকে সকল প্রকার সভা সমাবেশ নিষিদ্ধ করা হয়েছে বলে জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদ আলম ছিদ্দিক বাসসকে জানিয়েছেন।
জেলা প্রশাসক জানান, জেলায় উদ্বুত্ত পরিস্থিতি নিয়ন্ত্রণে সকল প্রকার সভা সমাবেশ নিষিদ্ধ করা হয়েছে। পরবর্তি নির্দেশ না দেয়া পর্যন্ত এই আদেশ বলবৎ থাকবে। এছাড়া পর্যাপ্ত বিজিবি, র‌্যাব, পুলিশ, কোষ্টগার্ড ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মাঠে রয়েছে। পুরো শহরে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। কোন ধরনের অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে সে ব্যাপারে আমরা সবাই সচেষ্ট রয়েছি।
এদিকে ভোর থেকেই জেলা শহরের বিভিন্ন পয়েন্টে বিজিবি, র‌্যাব, পুলিশ টহল দিতে দেখা গেছে। শহরের অধিকাংশ দোকানপাট বন্ধ রয়েছে। ভোর থেকে জেলা শহরের সকল রুটে বাস চলাচল বন্ধ রয়েছে বলে জানিয়েছেন বাস মালিক সমিতির সাংগঠনিক সম্পাদক মো: শফিকুল ইসলাম।