জয়পুরহাটে প্রধানমন্ত্রীর ১০টি বিশেষ উদ্যোগের প্রচারাভিযান

227

জয়পুরহাট, ২১ অক্টোবর, ২০১৯ (বাসস) : প্রধানমন্ত্রী শেখ হাসিনার ১০টি বিশেষ উদ্যোগের প্রচারাভিযানের অংশ হিসেবে সোমবার জেলা তথ্য অফিস সদর উপজেলার চকদাদরা কমিউনিটি ক্লিনিক প্রাঙ্গনে এক উন্মুক্ত বৈঠকের আয়োজন করে।
সমৃদ্ধির অগ্রযাত্রায় বাংলাদেশ’ স্লোগানকে সামনে রেখে প্রধানমন্ত্রীর ১০টি বিশেষ উদ্যোগের উল্লখযোগ্য বিষয় ‘কমিউনিটি ক্লিনিকে স্বাস্থ্য সেবার বিষয়ে জয়পুরহাট জেলা তথ্য অফিসের উদ্যোগে সদর উপজেলার চকদাদরা কমিউিনিটি ক্লিনিক প্রাঙ্গণে উন্মুক্ত বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকের শুরুতেই স্বাগত বক্তব্যে রাখেন জেলা তথ্য অফিসার মুহা: মাহফুজার রহমান। বৈঠকে প্রধান অতিথি হিসেবে ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে গর্ভবতী মা ও শিুশুর যতœ, বিভিন্নœ রোগের প্রাথমিক চিকিৎসা, ডেঙ্গু ও চিকনগুনিয়া বিষয়ক সচেতনতা, কমিউিনিটি ক্লিনিকের সুবিধাদি ও সেবার বিষয়ে মতবিনিময় করেন সিভিল সার্জন ডা: মোঃ শামস উদ্দিন। বর্তমান সরকারের বিভিন্ন ক্ষেত্রে সাফল্য অর্জন, নারীর ক্ষমতায়ন, আমার বাড়ি আমার খামার, কমিউনিটি ক্লিনিক, আশ্রায়ণ প্রকল্প, সন্ত্রাস ও জঙ্গিবাদ প্রতিরোধ বয়স্কভাতা, বিধবাভাতা, মাতৃত্বকালীন ভাতা, ইউনিয়ন তথ্য কেন্দ্রের সুবিধাদি, বিনামূল্যে বই বিতরণসহ সরকারের বিভিন্ন সুযোগ সুবিধার বিষয়ে আলোকপাত করেন সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: তুলশী চন্দ্র রায়, স্বাস্থ্য সহকারি বুলবুল আহমেদ প্রমূখ। বেঠকে স্থানীয় ইউ,পি সদস্য, শিক্ষক , গন্যমাণ্য ব্যক্তিবগসহ ওই এলাকার বিভিন্ন শ্রেণী- পেশার ২ শতাধিক নারী ও পুরুষ অংশগ্রহণ করেন।