বাসস দেশ-২৫ : রাজধানীতে হিযবুত তাহরীরের এক সদস্য গ্রেফতার

136

বাসস দেশ-২৫
র‌্যাব-অভিযান-গ্রেফতার
রাজধানীতে হিযবুত তাহরীরের এক সদস্য গ্রেফতার
ঢাকা, ২০ অক্টোবর, ২০১৯ (বাসস) : রাজধানীর চকবাজার এলাকায় উগ্রবাদী ও ধর্মীয় উস্কানিমূলক লিফলেট বিতরণের সময় নিষিদ্ধ ঘোষিত সংগঠন হিযবুত তাহরীরের এক সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে র‌্যাব।
র‌্যাব জানিয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে নগরীর চকবাজার এলাকায় হিযবুত তাহরীরের একজন সক্রিয় সদস্য উগ্র ও ধর্মীয় উস্কানিমূলক লিফলেট বিতরণ করছে। পরে চকবাজার থানাধীন চাম্পাতলী সোয়ারীঘাট এলাকায় অভিযান চালিয়ে মো. আবদুল্লাহ আল মামুর ওরফে সাগরকে (২৮) গ্রেফতার করে।
র‌্যাব আরো জানায়, গ্রেফতারকৃত আসামী সাগর হিযবুত তাহরীরের মিডিয়া সেলে লিফলেট তৈরি ও প্রচার কাজে সক্রিয়ভাবে জড়িত। সে ও তার সঙ্গীরা একে অপরের যোগসাজসে গণতন্ত্রমনা জনসাধারণের কাছে বিভিন্ন প্রকার উগ্রবাদী বই ও লিফলেট বিতরণের মাধ্যমে নৈরাজ্যকর পরিস্থিতি সৃষ্টি এবং দেশের গণতান্ত্রিক ব্যবস্থা সম্পর্কে বিরূপ ধারণা প্রদান করে সাধারণ ধর্মভীরু লোকদের উগ্রবাদী কর্মকান্ডে উদ্বুদ্ধ করার অপতৎপরতা চালিয়ে আসছিল।
এই ব্যাপারে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলে র‌্যাব জানিয়েছে।
বাসস/সবি/এমএমবি/১৯২০/কেজিএ