জয়পুরহাটে ৮০ জন রোগীর মাঝে ৪০ লাখ টাকার চেক বিতরণ

185

জয়পুরহাট, ২০ অক্টোবর, ২০১৯ (বাসস): ক্যান্সার, কিডনি, লিভার সিরোসিস, স্ট্রোকে প্যারালাইজড ও জন্মগত হৃদরোগে আক্রান্ত ৮০ জন রোগীর মাঝে রোববার সরকারের এককালীন চিকিৎসা সহায়তা হিসেবে ৪০ লাখ টাকা অনুদানের চেক বিতরণ করা হয়েছে।
জেলা সমাজসেবা অধিদপ্তর সূত্র জানায়, শেখ হাসিনার নেতৃত্বাধীন বর্তমান জনবান্ধব সরকার সকলের জন্য স্বাস্থ্যসেবা নিশ্চিত করার জন্য নানা কর্মসূচি বাস্তবায়ন করছে। সরকারের ভিশন অনুযায়ী অসহায় দরিদ্রদের কথা চিন্তা করে ক্যান্সার, কিডনি, লিভার সিরোসিস, স্ট্রোকে প্যারালাইজড ও জন্মগত হৃদরোগীদের এককালীন চিকিৎসা সহায়তা অনুদানের পরিমাণ বৃদ্ধি করেন। এর ধারাবাহিকতায় বর্তমানে ওইসব রোগীদের এককালীন অনুদান হিসেবে ৫০ হাজার টাকা করে প্রদান করা হয়ে থাকে। এ রকম ৮০ জন রোগীর হাতে রোববার তুলে দেয়া হলো ৪০ লাখ টাকার চেক।
জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত চেক বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা সমাজসেবা বিভাগের সহকারী পরিচালক মো. ময়নুল হক। বক্তব্য রাখেন নির্বাহী ম্যাজিস্ট্রেট তানভীর হোসেন, সাংবাদিক শাহাদুল ইসলাম সাজু, শহর সমাজসেবা কর্মকর্তা রফিকুল ইসলাম প্রমূখ।