বাসস দেশ-১৭ : সিলেটে মেয়রের পদ ছাড়লেন আরিফ

358

বাসস দেশ-১৭
আরিফ-পদত্যাগ
সিলেটে মেয়রের পদ ছাড়লেন আরিফ
সিলেট, ২৮ জুন ২০১৮ (বাসস) : সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে অংশ নিতে দায়িত্ব ছাড়লেন বর্তমান মেয়র আরিফুল হক চৌধুরী।
আজ বৃহস্পতিবার দুপুর ১টার দিকে তিনি সিলেট সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তার কাছে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব হস্তান্তর করেন। এর আগে শেষ কর্মদিবসে সকাল থেকে বিভিন্ন ফাইলপত্রে শেষবারের মতো স্বাক্ষর করেন আরিফুল হক চৌধুরী।
অফিসিয়াল কার্যক্রম শেষে কর্মকর্তা-কর্মচারীদের নিয়ে নগরভবনে বিদায়ী অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রধান নির্বাহী কর্মকর্তা এজেডএম নুরুল হকের কাছে দায়িত্ব হস্তান্তরের পর আরিফুল হক চৌধুরী জানান, ৩০ জুলাই সিটি কর্পোরেশন নির্বাচনে প্রার্থী হতে তিনি আইন অনুযায়ী দায়িত্ব ছেড়ে দিয়েছেন। এরপর তিনি হযরত শাহজালাল রহ. মাজার জিয়ারত করে সিলেট আঞ্চলিক নির্বাচন অফিসে মনোনয়নপত্র জমা দেন। এসময় তার সাথে ছিলেন সিলেট জেলা ও মহানগর বিএনপির নেতারা।
নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ৩০ জুলাই সিলেট, বরিশাল ও রাজশাহী সিটি করপোরেশন নির্বাচনের ভোট গ্রহণ হবে। মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ আজ ২৮ জুন। প্রার্থিতা প্রত্যাহার করা যাবে ৯ জুলাই পর্যন্ত।
বাসস/সংবাদদাতা/বিকেডি/১৯৪০/-শহক