বাসস দেশ-২ : দেশের সকল নদ-নদীর পানি বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে

125

বাসস দেশ-২
নদী-পরিস্থিতি
দেশের সকল নদ-নদীর পানি বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে
ঢাকা, ১৯ অক্টোবর, ২০১৯ (বাসস): দেশের নদ-নদীর ৯৩টির পানি সমতল স্টেশনের পর্যবেক্ষণ অনুযায়ী দেশের সকল প্রধান নদ-নদীর পানি সমতল বিপদসীমার নীচ দিয়ে প্রবাহিত হচ্ছে।
বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের বিজ্ঞপ্তিতে বলা হয়,আগামী ৭২ ঘন্টা পর্যন্ত দেশের সকল প্রধান নদ-নদীর পানি সমতল হ্রাস অব্যাহত থাকতে পারে।
আজ সকাল ৯ টা পর্যন্ত গত ২৪ ঘন্টায় পানি সমতল স্টেশনের পর্যবেক্ষণ অনুযায়ী ৪টি স্টেশনের পানি সমতল বৃদ্ধি এবং ৮৩ টির পানি সমতল হ্রাস পেয়েছে। বিগত ২৪ ঘন্টায় পানি সমতল অপরিবর্তিত ছিল ৩টি স্টেশনের। আরো ৩ স্টেশনের তথ্য পাওয়া যায়নি।
বাসস/সবি/এসএস/১৩২০/এমএবি