বাসস বিদেশ-২ : মাদক পাচার করায় হন্ডুরাসের প্রেসিডেন্টের ভাই মার্কিন আদালতে দোষী সাব্যস্ত

134

বাসস বিদেশ-২
যুক্তরাষ্ট্র-হন্ডুরাস-মাদক-বিচার
মাদক পাচার করায় হন্ডুরাসের প্রেসিডেন্টের ভাই মার্কিন আদালতে দোষী সাব্যস্ত
নিউইয়র্ক, ১৯ অক্টোবর, ২০১৯ (বাসস ডেস্ক): নিউইয়র্ক আদালত মাদক পাচার করায় হন্ডুরাসের প্রেসিডেন্টের ভাইকে শুক্রবার দোষী সাব্যস্ত করেছে। এমন রায়ের পর বিরোধীদলগুলো মধ্য আমেরিকান এ নেতার পদত্যাগের দাবি জানালে তিনি তাৎক্ষণিকভাবে তা প্রত্যাখান করেন। খবর এএফপি’র।
ম্যানহাটনে প্রায় দুই সপ্তাহ ধরে চলা এক আদালতের বিচারে চারটি মামলার সবক’টিতে টনি হার্নান্দেজ দোষী সাব্যস্ত হয়।
প্রেসিডেন্ট জুয়ান ওর্লান্দো বলেন, হত্যা মামলার দায় স্বীকার করায় তার ভাইকে দোষী সাব্যস্ত করা হয়েছে।
টুইটারে দেয়া এক বার্তায় প্রেসিডেন্ট লিখেছেন, ‘আমি নিউইয়র্কের এ রায়ের খবর শুনে আমার পরিবারের পক্ষ থেকে এবং আমি ব্যক্তিগতভাবে গভীরভাবে দু:খ প্রকাশ করছি।’
যুক্তরাষ্ট্রে কোকেন আমদানির ষড়যন্ত্রসহ মেশিনগান রাখা ও মিথ্যা বিবৃতি দেয়ার অভিযোগে ২০১৮ সালের নভেম্বরে মিয়ামি বিমানবন্দর থেকে টনি হার্নান্দেজকে গ্রেফতার করা হয়।
বাসস/এমএজেড/১১-৪০/জুনা