বাজিস-৩ : জয়পুরহাটে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে এক ব্যক্তির মৃত্যু

229

বাজিস-৩
জয়পুরহাট- বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মৃত্যু
জয়পুরহাটে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে এক ব্যক্তির মৃত্যু
জয়পুরহাট , ১৯ অক্টোবর, ২০১৯(বাসস) : নিজের পুকুরে চাষ করা মাছ চুরি ঠেকাতে পানিতে দেওয়া সংযোগ লাইনে বিদ্যুতস্পৃষ্ট হয়ে নিজের জীবন দিতে হলো মৎস্য চাষী সাইফুল ইসলামকে। ঘটনাটি ঘটেছে শুক্রবার রাত সাড়ে ১০টায় ক্ষেতলাল উপজেলার বজরবরাহী গ্রামে।
ক্ষেতলার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিদ্দিকুর রহমান জানান, বজরবরাহী গ্রামের আব্দুস সালামের ছেলে সাইফুল ইসলাম (৪২) দীর্ঘদিন ধরে বাড়ির পাশে নিজের পুকুরে মাছ চাষ করে আসছেন। পুকুরের মাছ যাতে কেউ চুরি করতে না পারে সে জন্য গোপণে পুকুরের পানি বিদ্যুতায়িত করে রাখতেন। এ অবস্থায় শুক্রবার রাতে পুকুরের পানিতে অসাবধান বশত: হাত দিলে নিজেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন। পরিবারের লোকজন দ্রুত উদ্ধার করে ক্ষেতলাল উপজেলা হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক সাইফুলকে মৃত ঘোষণা করেন। এ ব্যপারে ক্ষেতলাল থানায় একটি অস্বাভাবিক মৃত্যু মামলা হয়েছে বলে জানায় পুলিশ।
বাসস/সংবাদদাতা/১১-৩৬/নূসী