বাসস ক্রীড়া-৮ : টস করতে বদলী কাউকে পাঠানোর কথা ভাবছেন ডু প্লেসিস

120

বাসস ক্রীড়া-৮
ক্রিকেট- বদলী
টস করতে বদলী কাউকে পাঠানোর কথা ভাবছেন ডু প্লেসিস
রাঁচি, ১৮ অক্টোবর, ২০১৯ (বাসস/এএফপি) : যে কোন খেলাতেই টস করতে নামেন দলের অধিনায়ক। তবে এবার ভিন্ন কিছু ভাবছেন দক্ষিণ আফ্রিকা ক্রিকেট দলের অধিনায়ক ফাফ ডু প্লেসিস। এশিয়ার মাটিতে টেস্ট ক্রিকেটে টস করতে নেমে টানা নয় ম্যাচেই পরাজিত হয়েছেন ডু প্লেসিস। তাই আগামীকাল রাঁচিতে ভারতের বিপক্ষে শুরু হওয়া টেস্টে টস করতে বদলী কাউকে পাঠানোর কথা ভাবছেন বলে জানালেন প্রোটিয়া অধিনায়ক।
তিন টেস্টের সিরিজে সফরকারীরা ইতোমধ্যেই ২-০ ব্যবধানে পিছিয়ে পড়েছে এবং বিরাট কোহলির দলের কাছে দুটি বড় পরাজয়ের পর জেগে ওঠাটা এখন তাদের খুব বড় প্রয়োজন।
ম্যাচের আগে আজ সাংআদিকদের ডু প্লেসিস বলেন দক্ষিণ আফ্রিকা তাদের ভাগ্য ফেরাতে পারে, ‘সুতরাং টস জয়ের মাধ্যমেই আমরা এটা শুরুর আশা করছি।’
তিনি বলেন, ‘সম্ভবত আগামীকাল টস করতে আমরা অন্য কাউকে পাঠাবো। কেননা টসে আমার রেকর্ড খুব বেশি ভালনা এবং টস জয়ের পর প্রথম ইনিংসে আমরা যদি বড় স্কোর গড়তে পারি। এখন থেকে আমাদের এটা শুরু করা দরকার।’
পুরো সিরিজেই এখন পর্যন্ত একক প্রাধান্য বিস্তার করছে ভারতীয় ব্যাটসম্যান বোলাররা।
ডু প্লেসিস বলেন,‘ প্রথম ইনিংসে রান পেলে তারপর সব কিছুই সম্ভব।’
বাসস/এএফপি/১৭১৮/স্বব