বাসস দেশ-৩৭ : বিকেএসপিকে আন্তর্জাতিক মানে উন্নীত করতে পদক্ষেপ নেয়ার সুপারিশ

265

বাসস দেশ-৩৭
কমিটি- যুব ও ক্রীড়া
বিকেএসপিকে আন্তর্জাতিক মানে উন্নীত করতে পদক্ষেপ নেয়ার সুপারিশ
ঢাকা, ১৭ অক্টোবর, ২০১৯ (বাসস) : যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি দেশের একমাত্র ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানকে (বিকেএসপি)-কে আন্তর্জাতিক মানে উন্নীত করতে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে সুপারিশ করেছে।
কমিটির সভাপতি আবদুল্লাহ আল ইসলাম জ্যাককের নেতৃত্বে কমিটি আজ বিকেএসপি’র কার্যক্রম সরেজমিনে পরিদর্শনকালে এ সুপারিশ করে।
এ সময় কমিটির সদস্য এ.এম.নাঈমুর রহমান ও জুয়েল আরেং উপস্থিত ছিলেন।
কমিটি বিকেএসপির বিভিন্ন বিভাগ ও ইভেন্ট প্রত্যক্ষ করেন। পরিদর্শনকালে ছাত্র-ছাত্রীদের খাবার ম্যানু ও হোস্টেলের পরিবেশ মানসম্মত হওয়ায় সন্তোষ প্রকাশ করেন।
পরিদর্শনকালে বিকেএসপির মহাপরিচালক, ক্রীড়া সংশ্লিষ্ট কর্মকর্তা এবং সংসদ সচিবালয়ের কর্মকর্তা উপস্থিত ছিলেন।
বাসস/সবি/এমআর/২০১১/-জেজেড