বাসস দেশ-৯ : প্রকল্প পরিচালক বছরের শুরু থেকে অর্থ ব্যবহার করতে পারবেন

181

বাসস দেশ-৯
অর্থ মন্ত্রণালয়-প্রেস রিলিজ
প্রকল্প পরিচালক বছরের শুরু থেকে অর্থ ব্যবহার করতে পারবেন
ঢাকা, ২৮ জুন, ২০১৮ (বাসস) : সরকারের চলমান আর্থিক সংস্কার কার্যক্রমের অংশ হিসেবে ‘উন্নয়ন প্রকল্পসমূহের অর্থ অবমুক্তি ও ব্যবহার নির্দেশিকায়’ সংশোধন আনা হয়েছে। এতে প্রকল্প পরিচালকগণ বাজেট বরাদ্দের আলোকে জুলাই মাসের প্রথম দিন হতে সরাসরি অর্থ ব্যবহারে সক্ষম হবে।
অর্থ মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বর্তমানে মন্ত্রণালয়, বিভাগ, অধিদপ্তর, পরিদপ্তর ও অন্যান্য প্রতিষ্ঠানের বাস্তবায়নাধীন প্রকল্পের জিওবি অংশের বরাদ্দ সংশ্লিষ্ট মন্ত্রণালয় বা বিভাগ কর্তৃক ছাড় করার বিধান রয়েছে। এ প্রক্রিয়ায় প্রকল্প পরিচালকগণকে অর্থ ছাড়ের অনুমোদন গ্রহণে দীর্ঘ ২ বা ৩ মাস অতিবাহিত হয়। সংশোধিত পদ্ধতিতে উন্নয়ন প্রকল্পের ১ম ও ২য় কিস্তির অর্থ ব্যবহারের ক্ষেত্রে মন্ত্রণালয় বা বিভাগ থেকে বিভাজন আদেশ জারী এবং অর্থ ছাড় করার প্রয়োজন হবে না। প্রকল্প পরিচালকগণ বাজেট বরাদ্দের আলোকে জুলাই মাসের প্রথম দিন হতে সরাসরি অর্থ ব্যবহারে সক্ষম হবেন।
শুল্ক ও মূল্য সংযোজন করের ক্ষেত্রে বর্তমানে সংশ্লিষ্ট মন্ত্রণালয় বা বিভাগ কর্তৃক ছাড় করার বিধান রয়েছে। সংশোধিত পদ্ধতিতে মন্ত্রণালয় বা বিভাগ কর্তৃক ছাড়ের পরিবর্তে প্রকল্প পরিচালকগণ বাজেট বরাদ্দের আলোকে জুলাই মাসের প্রথম দিন হতে সরাসরি অর্থ ব্যবহারে সক্ষম হবেন।
ভূমি অধিগ্রহণের ক্ষেত্রে বর্তমানে কিস্তিভিত্তিক অর্থ ছাড়ের বিধান রয়েছে। সংশোধিত পদ্ধতিতে কিস্তির পরিবর্তে ভূমি অধিগ্রহণের অর্থ এককালীন ছাড় করা যাবে।
সংশোধিত পরিপত্রটি আগামী ১ জুলাই হতে কার্যকর হবে।এ সংক্রান্ত পরিপত্রটি অর্থ বিভাগের ওয়েবসাইটে আপলোড করা হয়েছে, যা ওয়েবসাইটের (ডডড.সড়ফ.মড়া.নফ) পেজে অ্যাবাউট মিন্সিট্রি অথবা অ্যাকটস্ অথবা রুলস অথবা ফান্ড রিলিজ প্রসিডিউর-২০১৮ হতে ডাউনলোড করা যাবে।
সংশোধিত পদ্ধতিতে প্রকল্প পরিচালকগণ অর্থবছরের শুরুতেই পরিকল্পনা অনুযায়ী প্রকল্প বাস্তবায়ন কার্যক্রম গ্রহণ করতে পারবেন। ফলে এডিপির আওতায় গৃহীত প্রকল্পসমূহের বাস্তবায়ন আরো গতিশীল হবে বলে কর্তৃপক্ষ আশা করছেন।
বাসস/সবি/আরআই/১৮০০/-শহক