বাসস দেশ-২০ : আইপিইউভূক্ত দেশসমূহের সমস্যা সমাধানে পারস্পারিক সহযোগিতার ওপর গুরুত্বারোপ

105

বাসস দেশ-২০
আইপিইউ-সহযোগিতা
আইপিইউভূক্ত দেশসমূহের সমস্যা সমাধানে পারস্পারিক সহযোগিতার ওপর গুরুত্বারোপ
ঢাকা, ১৭ অক্টোবর, ২০১৯ (বাসস) : পারস্পরিক সহযোগিতা বিনিময় আইপিইউভূক্ত দেশসমূহের সমস্যা সমাধানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
১৪১তম আইপিইউ সম্মেলনে বাংলাদেশ সংসদীয় প্রতিনিধিদলের সদস্য ফাহমী গোলন্দাজ বাবেল এমপি গতকাল বুধবার বিকেলে সার্বিয়ার বেলগ্রেডে ১৪১তম আইপিইউ সম্মেলনে ‘ জেনারেল ডিবেট’ এ তরুণ সংসদ সদস্যের বক্তৃতাকালে এ কথা বলেন।
তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ জাতিসংঘ ঘোষিত ২০৩০ সালের মধ্যে টেকসই উন্নয়ন লক্ষ্য অর্জনের মূলধারায় রয়েছে। ধারাবাহিক উন্নয়নের ফলে বাংলাদেশ নতুন অর্থনৈতিক শক্তি হিসেবে আবির্ভূত হয়েছে।
বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে তরুণদের গৌরবজ্জ্বল ভুমিকা রয়েছে উল্লেখ করে তিনি বলেন, বাংলাদেশ এখন ‘ইয়ুথ পপুলেশন ডিভিডেন্ড’ সুবিধা ভোগ করছে। তরুণদের উন্নয়ন প্রক্রিয়ায় সম্পৃক্ত করতে বর্তমান সরকার জাতীয় যুব নীতিমালা ২০১৮ প্রণয়ন করেছে। যুব কর্মসংস্থান, গুণগত শিক্ষা, স্বাস্থ্য সেবা নিশ্চিত করার চ্যালেঞ্জ মোকাবেলায় সরকার দৃঢ় প্রতিজ্ঞ বলেও তিনি তার বক্তব্যে উল্লেখ করেন।
জেনারেল ডিবেট পরিচালনা করেন ১৪১তম আইপিইউ প্রেসিডেন্ট। এ সময় বাংলাদেশ সংসদীয় প্রতিনিধিদলের সংসদ সদস্য ডা. হাবিবে মিল্লাত এমপি ও পীর ফজলুর রহমান এমপি উপস্থিত ছিলেন।
বাসস/সবি/এমআর/১৮০০/-আসাচৌ