বাসস দেশ-১৮ : অসাম্প্রদায়িক সমাজ নির্মাণের জন্য লড়াই করেছেন অজয় রায়

103

বাসস দেশ-১৮
অজয়-মৃত্যুবার্ষিকী
অসাম্প্রদায়িক সমাজ নির্মাণের জন্য লড়াই করেছেন অজয় রায়
ঢাকা, ১৭ অক্টোবর, ২০১৯ (বাসস): অজয় রায় ছিলেন অসাম্প্রদায়িক মানবিক সমাজের স্বপ্নদ্রষ্টা। আমৃত্যু তিনি শোষণমুক্ত, শ্রেণি বৈষম্যহীন রাষ্ট্রব্যবস্থা ও সমাজ নির্মাণের জন্য লড়াই করে গেছেন। আজ জাতীয় গণগ্রন্থাগার অধিদপ্তর মিলনায়তনে অজয় রায়ের তৃতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত স্মৃতিচারণ ও আলোচনা সভায় বক্তারা এ কথা বলেন।
সম্মিলিত সামাজিক আন্দোলনের উদ্যোগে অজয় রায়ের প্রতিকৃতিতে ফুলেল শ্রদ্ধা জানান, সম্মিলিত সামাজিক আন্দোলন, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি, ঐক্য ন্যাপ, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি, গণতন্ত্রী পার্টি, সাম্প্রদায়িকতা-জঙ্গিবাদ বিরোধী মঞ্চ, পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি,ন্যাশনাল আওয়ামী পার্টি ন্যাপ, বাংলাদেশ জাসদ, জাতীয় শ্রমিক জোট, বাংলাদেশ কলেজ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি, বাংলাদেশ ছাত্রলীগ(বিসিএল), আন্দোলন,হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ, সাংস্কৃতি মঞ্চ,সম্মিলিত সামাজিক আন্দোলন ঢাকা মহানগর।
সম্মিলিত সামাজিক আন্দোলনের সভাপতি ও মুক্তিযুদ্ধ জাদুঘরে ট্রাস্টি জিয়াউদ্দিন তারেক আলীর সভাপতিত্বে সভায় বক্তৃতা করেন,বাংলাদেশ ওয়াকার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন,বিচারপতি কাজি এবাদুল হক,মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি ডা.সারওয়ার আলী,জাসদের সাধারণ সম্পাদক নাজমুল হক প্রধান।
আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সদস্য রুহিন হোসেন প্রিন্স,মনিসিংহ-ফরহাদ স্মৃতি ট্রাস্টের সভাপতি শেখর দত্ত, মুকুল চৌধুরী। ঐক্য ন্যাপের সহ সভাপতি এডভোকেট এসএমএ সবুর, গণতন্ত্রী পার্টির সাধারণ সম্পাদক ডা. শাহাদাৎ হোসেন প্রমুখ। অজয় রায়ের সংক্ষিপ্ত জীবনী পাঠ করেন সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক সানোয়ার হোসেন সামছি।
রাশেদ খান মেনন বলেন, অজয় রায় যে মানবিক সমাজের স্বপ্ন দেখতেন, যে স্বপ্ন পূরণে আজীবন লড়াই সংগ্রাম করেছেন সেই সমাজ ও রাষ্ট্র ব্যবস্থা আমরা আজও অর্জন করতে পারিনি। নতুন প্রজন্ম অজয় রায়ের অসমাপ্ত কাজ সম্পন্ন করবে।
অজয় রায়ের রাজনৈতিক জীবনের স্মৃতিচারণ করেন তার সহধর্মিনী জয়ন্তী রায়।
উল্লেখ্য,মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক,সম্মিলিত সামাজিক আন্দোলনের প্রতিষ্ঠাতা সভাপতি অজয় রায় ২০১০ সালে দেশের ২৮ টি সংগঠনের সমন্বয়ে‘সাম্প্রদায়িকতা-জঙ্গিবাদ বিরোধী মঞ্চ’গড়ে তুলে এর সমন্বয়কের দায়িত্ব পালন করেছিলেন।তিনি ২০১৬ সালের ১৭ অক্টোবর শেষ নিশ্বাস ত্যাগ করেন।
বাসস/সবি/এসএস/১৭৫৫/জেজেড