বাসস ক্রীড়া-১১ : বিশ্বকাপের শহরে বোমাতঙ্ক

181

বাসস ক্রীড়া-১১
ফুটবল-বোমা আতঙ্ক
বিশ্বকাপের শহরে বোমাতঙ্ক
রোস্তোভ (রাশিয়া), ২৮ জুন ২০১৮ (বাসস) : বোমাতঙ্ক ছড়ালো রাশিয়া বিশ্বকাপে। ক্রোয়েশিয়া ও আইসল্যান্ডের গ্রুপ পর্বের ম্যাচের দিন রাশিয়ার শহর রোস্তোভে বোমা হামলার হুমকি দিয়েছে দুষ্কৃতরা। এতে নড়ে চড়ে বনে আইন-শৃঙ্খলা বাহিনী। হুমকির পর মঙ্গলবার গভীর রাত থেকে রোস্তোভ শহর ঘিরে ফেলে আইন-শৃঙ্খলা বাহিনী। যার ফলে শহরের সকল হোটেল, রেস্তোরাঁ, বার, পাবগুলো বন্ধ করে দেয়া হয়।
এক বিবৃতিতে বোস্তোভের পুলিশ জানায়, ‘২৬ জুন রাতে ফোন কলের মাধ্যমে আমাদের কাছে বোমা হামলার একাধিক হুমকি আসে। দুষ্কৃতরা হুমকি দেয় যে, শহরের একাধিক জায়গায় তারা বোমা ছড়িয়ে রেখেছে। এরপরই আমরা গুরুত্বপূর্ণ বৈঠক করি এবং আমাদের দায়িত্ব ঠিক করি। আমাদের প্রতিনিধিরা গোটা শহর নিরাপত্তার চাদরে ঢেকে ফেলে। কিন্তু তদন্ত করেও কোন বিস্ফোরক খুঁজে পায়নি আমরা।’
চলতি বিশ্বকাপের চারটি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে রোস্তোভে। এই শহরে আরো একটি ম্যাচ অনুষ্ঠিত হবে। আগামী ২ জুলাই শেষ ষোলোর ম্যাচ রয়েছে। তার আগে দুষ্কৃতদের এমন হুমকি ভাবিয়ে তুলেছে আইন-শৃঙ্খলাবাহিনীকে। এখানে বিশ্বকাপের বাকী একটি ম্যাচে সর্বোচ্চ নিরাপত্তা দিচ্ছে প্রস্তুত রোস্তোভের আইন-শৃঙ্খলাবাহিনী। রোস্তোভ পুলিশের এক কর্মকর্তা বলেন, ‘বিশ্বকাপ শুরুর আগেও মস্কোয় বোমাতঙ্ক ছড়িয়েছিলো দুষ্কতরা। এ বার এখানে হুমকি দিলো। আমার মনে হয়, এগুলো ভুয়া হুমকি। তারপরও আমরা সকল পরিস্থিতি মোকাবেলার জন্য প্রস্তত।’
তবে বর্তমানে রোস্তোভে বিশ্বকাপের কোন ফুটবল দল অবস্থান করছে না।
বাসস/এএমটি/১৭৫৫/-স্বব