বাসস ক্রীড়া-১৩ : নিরাপদ সড়ক সচেনতায় তারার মেলা

127

বাসস ক্রীড়া-১৩
ক্রিকেট-মহতী উদ্যোগ
নিরাপদ সড়ক সচেনতায় তারার মেলা
ঢাকা, ১৬ অক্টোবর ২০১৯ (বাসস) : ‘নিরাপদ সড়ক’ এবার বসাচ্ছে সাবেক ক্রিকেটারদের তারার মেলা। আগামী বছর ফেব্রুয়ারীতে ভারতের মুম্বাইয়ে সাবেক ক্রিকেটারদের তারার মেলা বসছে। নিরাপদ সড়কের সচেতনতা বাড়াতে ‘সেফটি রোড ওয়ার্ল্ড সিরিজ’ নামে আয়োজিত হচ্ছে এ টুর্নামেন্ট। প্রথমবারের মত অনুষ্ঠেয় এ টুর্নামেন্টে অংশ নিবেন শচিন টেন্ডুলকার, ব্রায়ান লারা, মুত্তিয়া মুরলিধরন, জক ক্যালিস, ব্রেট লী ও শিব নারায়ন চন্দরপলসহ সাবেক তারকা ক্রিকেটার।
আগামী বছর ২ -১৬ ফেব্রুয়ারী অনুষ্ঠেয় প্রথম এ টুর্নামেন্টে অংশ নিচ্ছে ইন্ডিয়া লিজেন্ডস, অস্ট্রেলিয়া লিজেন্ডস, দক্ষিণ আফ্রিকা লিজেন্ডস, শ্রীলংকা রিজেন্ডস এবং ওয়েস্ট ইন্ডিজ লিজেন্ডস নামে পাঁচটি ফ্র্যাঞ্চাইজি।
বিশ্বের বিভিন্ন দেশে চলমান ঘরোয়া টি-২০ লীগগুলোর আদলে ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক এ টুর্নামেন্টে মোট ১১০জন অবসর নেয়া খেলোযাড় তাদের অংশ গ্রহণ নিশ্চিত করেছেন। টুর্নামেন্টের উদ্বোধনী আসরে কেবলমাত্র টেস্ট খেলুড়ে দেশগুলোর দলেই সীমাবদ্ধ রাখা হয়েছে।
ভারতের অন্যতম শিল্প প্রতিষ্ঠান প্রফেশনাল ম্যানেজমেন্ট গ্রুপ এবং মহারাস্ট্র সরকারের রোড সেফটি সেল যৌথভাবে নিরাপদ সড়কের সচেতনতা বাড়াতে মহতি এ টুর্নামেন্ট আয়োজন করছে। নিজেদের ব্যবসার পরিকল্পনা হিসেবে ভারত জুড়ে আগামী ১০ বছর এ টুর্নামেন্ট আয়োজন করা হবে। নতুন এ টুর্নামেন্ট আয়োজনের বিষয়ে ২০১৮ সালের আগস্টেই আয়োজকরা ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) অনুমোদ পেয়েছে বলে জানা গেছে।
২০১৩ সালে অবসর নেয়ার পর এই নিয়ে তৃতীয়বার ক্রিকেট খেলতে নামবেন টেন্ডুলকার। এর আগে ২০১৪ সালে লর্ডসে বিশ্ব একাদশের বিপক্ষে এমসিসির হয়ে এবং ২০১৫ সালে যুক্তরাষ্ট্রে তিনটি প্রদর্শনী ম্যাচে অংশ নিয়েছেন ক্রিকেটে সর্বকালের সর্বোচ্চ এ রান সংগ্রহকারী।
বাসস/স্বব/১৯০৫/মোজা/এএমটি