বাজিস-৬ : নারায়ণগঞ্জে অবৈধ স্থাপনা উচ্ছেদ ও রেলওয়ের জমি উদ্ধার

157

বাজিস-৬
নারায়ণগঞ্জ-উচ্ছেদ
নারায়ণগঞ্জে অবৈধ স্থাপনা উচ্ছেদ ও রেলওয়ের জমি উদ্ধার
নারায়ণগঞ্জ, ১৬ অক্টোবর, ২০১৯ (বাসস): শহরের এক-নং রেলগেইট এলাকার রেলওয়ের জমি দখল করে গড়ে উঠা প্রায় নয়শতাধিক ছোট-বড় স্থাপনা উচ্ছেদ ও তিনএকর জমি উদ্ধার করেছে বাংলাদেশ রেলওয়ে কর্তৃপক্ষ।
আজ বুধবার সকাল দশটা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত রেলওয়ের ডিভিশনাল স্টেট অফিসার (নির্বাহী ম্যাজিস্ট্রেট) ও উপসচিব মোহাম্মদ নজরুল ইসলামের নেতৃত্বে দু’টি ভেকু মেশিন ও শ্রমিকদের সহায়তায় এ উচ্ছেদ অভিযান চালানো হয়।
উচ্ছেদকালে আরো উপস্থিত ছিলেন রেলওয়ের এসিসট্যান্ট ইঞ্জিনিয়ার হামিদউল্লাহ, সার্ভেয়ার ইকবাল মাহমুদ প্রমুখ।
এসময় বিপুল সংখ্যক আনসার ও পুলিশ সদস্য মোতায়েন করা হয়।
রেলওয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপসচিব মোহাম্মদ নজরুল ইসলাম জানান, নারায়ণগঞ্জ রেল স্টেশনের পাশ্চিমপাশে রেলওয়ের প্রায় ৩ একর জায়গা দখল করে গড়ে তোলা একটি টিনসেড মার্কেট, ফলমূল, জুতা, রেডিমেইড জামাকাপড়, স্কুলব্যাগ প্রভৃতির দোকান এবং কাঁচাপাকা বস্তিঘরসহ ৯ শতাধিক স্থাপনা উচ্ছেদ করা হয়।
তিনি জানান, উচ্ছেদকৃত জমি যাতে পুনরায় বেদখল হয়ে না যায় সেলক্ষ্যে মনিটরিং করা হবে। কারন নারায়ণগঞ্জের রেললাইনকে ডাবল লাইননে উন্নীত করার লক্ষ্যে প্রকল্পের কাজ চলমান রয়েছে।
বাসস/সংবাদদাতা/১৯০০/-এমকে