বাজিস-৫ : মাদারীপুর পৌরসভার ৮৪ কোটি টাকা বাজেট ঘোষণা

181

বাজিস-৫
মাদারীপুর-বাজেট
মাদারীপুর পৌরসভার ৮৪ কোটি টাকা বাজেট ঘোষণা
মাদারীপুর, ২৮ জুন, ২০১৮ (বাসস) : মাদারীপুর পৌরসভার ২০১৮-১৯ অর্থ বছরে ৮৪ কোটি ১৬ লাখ ৬ হাজার ৪৯৬ টাকার বাজেট ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে পৌরসভার হলরুমে পৌর মেয়র খালিদ হোসেন ইয়াদ মাদারীপুর পৌরসভার ১শ’ ৪৩তম বাজেট ঘোষণা করেন।
সড়ক, কালভার্ট, ব্রিজ উন্নয়ন, ড্রেন নির্মাণ, নাগরিক সেবায় পরিবর্তন, বিভিন্ন উন্নয়নমূলক কর্মকান্ডসহ একাধিক খাতে ২০১৮-১৯ অর্থ বছরের এই বাজেট ঘোষণা করা হয়।
এ সময় পৌর সচিব খন্দকার আবু আহম্মদ ফিরোজ, বিভিন্ন ওয়ার্ড কাউন্সিলর, টিআইবি’র মাদারীপুরের সভাপতি ও সদস্য, পুলিশ প্রশাসন, র‌্যাব কমান্ডার, সুশীল সমাজের প্রতিনিধি, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অংশ এতে নেন।
বাজেটে ব্যয় ধরা হয়েছে ৮১ কোটি ৪৪ লাখ ৮৫ হাজার টাকা এবং উদ্বৃত্ত দেখানো হয়েছে ২ কোটি ৭১ লাখ ২১ হাজার ৪শ’ ৯৬ টাকা।
১৪.০৫ বর্গ কিলোমিটার আয়তনের ১৮৭৫ সালে প্রতিষ্ঠিত মাদারীপুর পৌরসভায় মোট জনসংখ্যা ১ লাখ ৫২ হাজার জন।
বাসস/সংবাদদাতা/১৬২০/মরপা