বাজিস-৪ : পিরোজপুরে জেলেদের মাঝে ২৫৭ মেট্রিক টন চাল বরাদ্দ

147

বাজিস-৪
পিরোজপুর-চাল বরাদ্দ
পিরোজপুরে জেলেদের মাঝে ২৫৭ মেট্রিক টন চাল বরাদ্দ
পিরোজপুর , ১৬ অক্টোবর, ২০১৯ (বাসস): ইলিশের উৎপাদন বৃদ্ধিতে পিরোজপুরের বিভিন্ন নদ-নদীতে ইলিশ আহরণ বন্ধ করে ১৪১৭৫ জন জেলের মাঝে ২৫৭ মেট্রিক টন চাল বিতরণ করেছে সরকার। প্রত্যেক জেলেকে ২০ কেজি করে চাল দেয়া হয়েছে।
এ মাসের ৯ অক্টোবর থেকে এ পর্যন্ত ৭ দিনে নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ আহরণকারী জেলেদের বিরুদ্ধে ৩৫টি ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়েছে। নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে পরিচালিত এসব আদালত ৭৪টি অভিযান চালিয়ে ৩৪ লক্ষ ২৬ হাজার টাকা মূল্যের ১ লক্ষ ৬২ হাজার মিটার জাল নদী থেকে জব্দ করেছে। এসময় নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার করা জেলেদের ৪৫ হাজার টাকা জরিমানা এবং ২ জনকে ১ বছর করে কারাদন্ডের নির্দেশ দেয়া হয়েছে। একই সময়ে ৫৪০ কেজি মাছ আটক করা হয়েছে। এছাড়া জেলার ২৯টি মৎস্য অবতরণ কেন্দ্র, ১৫৫টি মাছ ঘাট, ৩৪৯টি আড়ৎ, ২২৬টি বাজার পরিদর্শন করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। চলতি মাসের ৩০ তারিখ পর্যন্ত এ অভিযান চলবে বলে জানিয়েছেন জেলা মৎস্য কর্মকর্তা মোঃ মোসারেফ হোসেন। এদিকে ডিমওয়ালা ইলিশ ডিম ছাড়তে সাগর থেকে চলে এসে মিঠে পানির নদ-নদীতে অবস্থান নেয় বিধায় চলতি মাসের ৯ তারিখ থেকে ইলিশ আহরণ পরিবহন বিক্রয় নিষিদ্ধ করা হয়েছে। জেলা মৎস্য কর্মকর্তা আরো জানান, গত কয়েক বছর ধরে বর্তমান সরকার জাটকা নিধন বন্ধ এবং ডিমওয়ালা ইলিশ আহরণ নিষিদ্ধ করায় পিরোজপুরসহ দেশের বিভিন্ন নদ-নদীতে ইলিশের উৎপাদন রেকর্ড পরিমাণ বেড়েছে।
বাসস/সংবাদদাতা/১৩০৫/নূসী