বাসস দেশ-৩২ : ফেইসবুকে অভিযোগের প্রেক্ষিতে অবৈধ স্থাপনা উচ্ছেদে ডিএনসিসির অভিযান

128

বাসস দেশ-৩২
ডিএনসিসি-উচ্ছেদ
ফেইসবুকে অভিযোগের প্রেক্ষিতে অবৈধ স্থাপনা উচ্ছেদে ডিএনসিসির অভিযান
ঢাকা, ১৫ অক্টোবর, ২০১৯ (বাসস) : সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে নাগরিকদের অভিযোগ আমলে নিয়ে রাজধানীতে অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান চালিয়েছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি)।
এ ধরনের একটি অভিযোগের প্রেক্ষিতে ডিএনসিসির নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সাজিদ আনোয়ার আজ দুপুর আড়াইটায় বনানীর কামাল আতাতুর্ক এভিনিউর ফুটপাত দখল করে নির্মাণ সামগ্রীর ধ্বংসাবশেষ রাখার অপরাধে ১৫৮/ই কামাল আতাতুর্ক এভিনিউ এর মালিক ও নির্মাণ ঠিকাদারকে ১ লাখ টাকা জরিমানা করেন। একই সঙ্গে তাৎক্ষণিকভাবে নির্মাণ সামগ্রীর ধ্বংসাবশেষগুলো পরিষ্কার করার নির্দেশ দেয়া হয়।
ডিএনসিসি’র সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকের ইনবক্সে (http://www.facebook.com/dncc.gov.bd) প্রতিদিন অনেক নাগরিক বিভিন্ন ধরনের অভিযোগ ও পরামর্শ দিয়ে থাকেন। এ সকল অভিযোগ ও পরামর্শ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য ডিএনসিসির সংশ্লিষ্ট বিভাগে পাঠানো হয়।
ডিএনসিসির ভ্রাম্যমাণ আদালত ও উচ্ছেদ অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে।
বাসস/সবি/এমএসএইচ/১৯০৫/এসই