বাসস দেশ-২১ : নোয়াখালীতে দুদকের জেলা সমন্বিত কার্যালয়ের নতুন ভবন উদ্বোধন

129

বাসস দেশ-২১
দুদক-ভবন উদ্বোধন
নোয়াখালীতে দুদকের জেলা সমন্বিত কার্যালয়ের নতুন ভবন উদ্বোধন
নোয়াখালী, ১৫ অক্টোবর, ২০১৯ (বাসস) : নোয়াখালীতে দুর্নীতি দমন কমিশনের (দুদক) সমন্বিত (নোয়াখালী, লক্ষ্মীপুর, ফেনী) জেলা কার্যালয়ের নতুন ভবন উদ্বোধন করেছেন দুদক কমিশনার এ.এফ.এম. আমিনুল ইসলাম।
আজ দুপুরে কমিশনার আমিনুল ইসলাম সমন্বিত জেলা কার্যালয়টি আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করেন।
নোয়াখালী সদরের মাইজদিতে গণপূর্ত অধিদপ্তরের তত্ত্বাবধানে ৪ কোটি ১০ লাখ টাকা ব্যয়ে ৩ তলা বিশিষ্ট ভবনটি নির্মাণ করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে অন্যানদের মধ্যে গণপূর্ত বিভাগের অতিরিক্ত প্রধান প্রকৌশলী (চট্টগ্রাম জোন) মোসলে উদ্দিন আহম্মেদ, দুদক চট্টগ্রাম বিভাগীয় পরিচালক মাহমুদ হাসান, নোয়াখালী জেলা প্রশাসক তন্ময় দাস, পুলিশ সুপার আলমগীর হোসেন, নোয়াখালী জেলা পরিষদের চেয়ারম্যান ড. জাফর উল্যাহ ও নোয়াখালী পৌর মেয়র শহিদ উল্যাহ খান সোহেলসহ জেলা পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
পরে জেলা পর্যায়ের সুধি সমাবেশে দুর্নীতি দমন কমিশনার কর্মকর্তাদের উদ্দেশে বলেন, উন্নয়নের ধারা অবহ্যত রাখতে সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করতে হবে।
বাসস/সংবাদদাতা/এফএইচ/১৮০৫/কেজিএ