বাসস বিদেশ-৬ : কুর্দি এলাকা থেকে চার মেয়রকে আটক তুরস্কের

99

বাসস বিদেশ-৬
সিরিয়া-তুরস্ক
কুর্দি এলাকা থেকে চার মেয়রকে আটক তুরস্কের
ইস্তাম্বুল, ১৫ অক্টোবর, ২০১৯ (বাসস ডেস্ক) : তুরস্কের কুর্দিপন্থী প্রধান বিরোধী দলের চার মেয়রকে মঙ্গলবার আটক করা হয়েছে। সন্ত্রাস দমন অভিযানের অংশ হিসেবে তাদের আটক করা হয়। এরা সকলেই পিপলস ডেমোক্রেটিক পার্টি (এইচডিপি)-র সদস্য।
এইচডিপি জানিয়েছে, কুর্দি অধ্যুষিত তুরস্কের দক্ষিণ পূর্বাঞ্চলীয় চারটি শহর হাকারি, ইউসেকোভা, ইরিকস ও নুসায়বিনের মেয়রদের আটক করা হয়েছে।
রাষ্ট্রীয় বার্তা সংস্থা আনাদুলু জানায়, অবৈধ কুর্দিস্তান ওয়ার্কাস পার্টি (পিকেকে)-র সঙ্গে জড়িত সন্দেহে সন্ত্রাস দমনের অংশ হিসেবে তাদের জিজ্ঞাসাবাদের জন্যে আটক করা হয়।
পিকেকে ১৯৮৪ সাল থেকে তুরস্কের বিরুদ্ধে রক্তক্ষয়ী বিদ্রোহ চালিয়ে আসছে।
আনাদুলু জানিয়েছে, আরো ছয় মিউনিসিপ্যাল কর্মকর্তাকেও আটক করা হয়েছে।
এদিকে সপ্তাহ খানেক আগে শুরু হওয়া সিরিয়ায় কুর্দি জঙ্গিদের বিরুদ্ধে তুরস্কের অভিযানের সমালোচনার দায়ে দেশজুড়ে অনেকের বিরুদ্ধেই ফৌজদারী মামলা দায়ের করা হয়েছে।
প্রেসিডেন্ট রিসেফ তায়েফ এরদোগানের সরকার সবসময়ই এইচডিপিকে পিকেকের রাজনৈতিক ফ্রন্ট হিসেবে উল্লেখ করে এর সমালোচনা এবং এর বিরুদ্ধে অভিযান চালিয়ে আসছে।
বাসস/জুনা/১৬৫২/আরজি