বাজিস-৩ : শরীয়তপুরের প্রথম ইউনিয়ন হিসেবে আংগারিয়ার খানার তথ্য অনলাইনে

117

বাজিস-৩
শরীয়তপুর-অনলাইন তথ্য-ইউনিয়ন
শরীয়তপুরের প্রথম ইউনিয়ন হিসেবে আংগারিয়ার খানার তথ্য অনলাইনে
শরীয়তপুর, ১৫ অক্টোবর, ২০১৯ (বাসস) : জেলার প্রথম ইউনিয়ন হিসাবে আংগারিয়া ইউনিয়ন পরিষদের খানার তথ্য অনলাইনের আওতায় আনা হয়েছে।
সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের নিজস্ব উদ্যোগে দুইটি বেসরকারি আইটি প্রতিষ্ঠান যৌথভাবে এ কার্যক্রম বাস্তবায়ন করছে।
আজ মঙ্গলবার বেলা ১১ টায় আংগারিয়া ইউনিয়ন পরিষদ মিলনায়তনে শরীয়তপুরের অতিরিক্ত জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মামুন তালুকদার প্রধান অতিথি হিসেবে ‘ডিজিটাল হোল্ডিং কার্ড’ হোল্ডিংধারীদের হাতে তুলে দেন।
আঙগারিয়া ইউপি চেয়ারম্যান আনোয়ার হোসেন হাওলাদারের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলা নির্বাহী অফিসার মো. মাহাবুর রহমান শেখ, জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারজানা ইসলাম ও মেঘা সফ্ট এন্ড সিস্টেম লিঃ এবং ইউনিক সফ্ট লিঃ এর প্রকল্প পরিচালক মো: রেজাউল করিম।
উল্লেখ্য, আংগারিয়া ইউনিয়নে ইতিমধ্যে ৫০১০ টি হোল্ডিং অনলাইনের মাধ্যমে স্মার্ট কার্ড সম্পন্ন হয়েছে।
অনুষ্ঠানে সমাজ সেবা অধিদপ্তরের প্রতিবন্ধি শিক্ষা উপবৃত্তির আওতায় ১২ জন শিক্ষার্থীদের মাঝে চৌষট্টি হাজার আটশ’ (৬৪,৮০০/-) টাকার চেক এবং শিক্ষা উপবৃত্তির আওতায় বেদে সম্প্রদায়ের ৭ জন শিক্ষার্থীকে একত্রিশ হাজার দুশ’ (৩১,২০০/-) টাকার চেক প্রদান করা হয়।
এছাড়াও শরীয়তপুর সদর উপজেলা পরিষদের উদ্যোগে তুলাতলা উচ্চবিদ্যালয়ের পাঁচজন কিশোরীকে ১টি করে বাইসাইকেল দেয়া হয়।
বাসস/সংবাদদাতা/১৬১০/এমকে