বাসস প্রধানমন্ত্রী-২ : আওয়ামী লীগ সরকার দেশকে ডিজিটাল বাংলাদেশে রূপান্তরিত করেছে : প্রধানমন্ত্রী

165

বাসস প্রধানমন্ত্রী-২
শেখ হাসিনা-ডিজিটাল বাংলাদেশ
আওয়ামী লীগ সরকার দেশকে ডিজিটাল বাংলাদেশে রূপান্তরিত করেছে : প্রধানমন্ত্রী
ঢাকা, ১৪ অক্টোবর, ২০১৯ (বাসস) : প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আওয়ামী লীগ সরকার তথ্য প্রযুক্তিকে প্রান্তিক জনগণসহ সকলের সাধ্যের মধ্যে এনে দিয়ে দেশকে ডিজিটাল বাংলাদেশে রূপান্তরিত করেছে। সরকার কার্যকর ও আইসিটি বান্ধব সেবা প্রদানের মাধ্যমে বিগত সাড়ে দশ বছরের মধ্যে তথ্য প্রযুক্তিকে সকলের নাগালের মধ্যে এনে দিয়েছে।
প্রধানমন্ত্রী ডিজিটাল ডিভাইস অ্যান্ড ইনোভেশন এক্সপো-২০১৯ উপলক্ষে আজ এক বার্তায় এ কথা বলেন।
তিনি বলেন, ‘আমি এটা জেনে খুব খুশি যে বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষ ও বাংলাদেশ কম্পিউটার সমিতি ঢাকায় ‘ডিজিটাল ডিভাইস অ্যান্ড ইনোভেশন এক্সপো-২০১৯’ এর আয়োজন করেছে।’
তিনি আরো বলেন, ‘ভবিষ্যতের চ্যালেঞ্জ মোকাবেলায় আমরা কৃত্তিম বুদ্ধিমত্তা, রোবোটিক্স, বিগ ডাটা, ব্লক চেইন, আইওটি ও মেশিন লার্নিংয়ের মতো সর্বাধুনিক প্রযুক্তির উপর জোর দিয়েছি।’
তিনি বলেন, বঙ্গবন্ধু স্যাটেলাইট-১-এর মাধ্যমে ইতোমধ্যেই গ্রাহকদের সেবা প্রদান শুরু হয়েছে।
শেখ হাসিনা বলেন, ‘আমরা বঙ্গবন্ধু স্যাটেলাইট-২ উৎক্ষেপণ ও সাবমেরিন কেবল-৩ এর সংযোগের জন্য কাজ করে যাচ্ছি। বিশ্বের দরবারে বাংলাদেশ আর্থ-সামজিক উন্নয়নের রোল মডেল হিসেবে আবির্ভূত হয়েছে।’
তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন যে ‘ডিজিটাল ডিভাইস অ্যান্ড ইনোভেশন এক্সপো-২০১৯’ স্থানীয়, আঞ্চলিক ও বৈশ্বিক আইটি-আইটিইএস শিল্প নেতৃবৃন্দ ও বিশেষজ্ঞদের সর্বোচ্চ অভিজ্ঞতা বিনিময়ের লক্ষে নেটওয়ার্ক স্থাপনের প্লাটফরম তৈরি করবে।
প্রধানমন্ত্রী আশা করেন যে এ প্রদর্শনী আইটি খাতে বৈদেশিক মুদ্রা আয় এবং শিক্ষা ও জনসেবায় আইসিটির ব্যবহার বাড়াতেও সাহায্য করবে।
তিনি ‘ডিজিটাল ডিভাইস অ্যান্ড ইনোভেশন এক্সপো-২০১৯’ এর সাফল্য কামনা করেন।
বাসস/সবি/অনু-কেএআর/১৯১০/-আসাচৌ