জয়পুরহাটে ২৫ জন বিশিষ্ট ব্যক্তিকে সম্মাননা প্রদান

401

জয়পুরহাট, ২৮ জুন, ২০১৮ (বাসস) : মুক্তিযুদ্ধের চেতনায় সুস্থ সমাজ গঠনে বিশেষ অবদান রাখায় আজ বৃহস্পতিবার জয়পুরহাটের ২৫ জনকে বিশিষ্ট ব্যক্তিকে সম্মাননা প্রদান করা হয়েছে।
স্থানীয় সার্কিট হাউজ মিলনায়তনে আয়োজিত সম্মাননা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আ ত ম আব্দুল্লাহেল বাকী। জয়পুরহাটের সুনামধন্য বেসরকারি উন্নয়ন সংস্থা ’জাকস ফাউন্ডেশন’ পল্লীকর্ম সহায়ক ফাউন্ডেশনের সহযোগিতায় এ সম্মাননা প্রদান অনুষ্ঠানের আয়োজন করে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সহকারি পুলিশ সুপার (সদর) একরামুল হক সরকার। জাকস ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক নূরুল আমিন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। সাংবাদিক শাহাদুল ইসলাম সাজুর সঞ্চালনায় অনুষ্ঠিত সম্মাননা প্রদান অনুষ্ঠানে বিশিষ্ট ব্যক্তিদের মধ্যে থেকে বক্তব্য রাখেন মুক্তিযুদ্ধের সংগঠক ও গবেষক সাংবাদিক আমিনুল হক বাবুল, নটরডেম কলেজের অধ্যাপক ম, নূরুন্নবী, পাঁচবিবি হাজী মহসিন সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ মাহ্ফুজা বেগম, পাঁচবিবি বিয়াম মডেল স্কুল ও কলেজের অধ্যক্ষ মো: লোকমান আলী, জয়পুরহাট প্রেসক্লাবের সভাপতি মোস্তাকিম ফাররোখ, সহকারি কমিশনার (ভূমি) ওয়ারেস আনছারী, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার তাহের আলী, সোহরাব হোসেন চৌধুরী, সমাজসেবা কর্মকর্তা এ এস এম কাওসার রহমান প্রমুখ।