বগুড়ায় সওজ’র অভিযানে সাড়ে তিনশ’ অবৈধ স্থাপনা উচ্ছেদ

155

বগুড়া, ১৪ অক্টোবর ২০১৯ (বাসস) : জেলা শহরের তিন কিলোমিটার সড়কের দু’পাশ থেকে আজ সাড়ে তিনশ’টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে সড়ক ও জনপথ (সওজ)অধিদপ্তর।
আজ সোমবার সকল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত জেলা শহরের সুবিল এলাকা থেকে মাটিডালী পর্যন্ত সড়কের দু’পাশে এ উচ্ছেদ অভিযান চলে।
বগুড়া জেলায় সওজ-এর নির্বাহী প্রকৌশলী আশরাফুজ্জামান জানান, সোমবার সকাল ১০ টা থেকে বিকাল ৫ টা পর্যন্ত চলা এই উচ্ছেদ অভিযানে নেতৃত্ব দেন যুগ্ম-সচিব এবং সড়ক ও জনপথ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিষ্ট্রেট মাহবুবুর রহমান ফারুকী।
তিনি জানান, ইতোপূর্বে শহরের সুবিল ব্রীজ থেকে মাটিডালী পর্যন্ত প্রায় তিন কিলোমিটার এলাকায় সড়কের দুই পাশ থেকে অবৈধ স্থাপনা সরিয়ে নেয়ার জন্য মাইকিং করা হয়েছে। এছাড়া সংবাদপত্রে এ সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। তা সত্ত্বেও অবৈধ দখলদাররা তাদের স্থাপনা সরিয়ে না নেওয়ায় উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়। আজ সোমবার তিন কিলোমিটার দীর্ঘ সড়কের পাশের সাড়ে তিনশ’টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে বলে তিনি উল্লেখ করেন।