বাসস সংসদ-৪ : জাতীয় সংসদে নির্দিষ্টকরণ বিল-২০১৮ পাস

185

বাসস সংসদ-৪
সংসদ-বিল
জাতীয় সংসদে নির্দিষ্টকরণ বিল-২০১৮ পাস
সংসদ ভবন, ২৮ জুন, ২০১৮ (বাসস) : উন্নয়ন ও অনুন্নয়ন খাতে সরকারের প্রয়োজনীয় ব্যয় নির্বাহের লক্ষ্যে ২০১৮-১৯ অর্থবছরের জন্য সংযুক্ত তহবিল থেকে ৫ লাখ ৭১ হাজার ৮৩৩ কোটি ৮২ লাখ ৯২ হাজার টাকা ব্যয় করার কর্তৃত্ব দিয়ে আজ সংসদে নির্দিষ্টকরণ বিল-২০১৮ সর্বসম্মতিক্রমে পাস করা হয়েছে।
২০১৯ সালের ৩০ জুন সমাপ্য অর্থবছরের জন্য সরকারের অনুমিত ব্যয় নির্বাহের লক্ষ্যে সংযুক্ত তহবিল থেকে অর্থ প্রদান ও নির্দিষ্টকরণের কর্তৃত্বদানের জন্যে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত আজ সংসদে এই নির্দিষ্টকরণ বিল-২০১৮ উত্থাপন করে পাসের প্রস্তাব করেন।
মন্ত্রীগণ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের ব্যয় নির্বাহের যৌক্তিকতা তুলে ধরে মোট ৫৯টি মঞ্জুরি দাবি সংসদে উত্থাপন করেন। এই মঞ্জুরি দাবি প্রস্তাবগুলো সংসদে কণ্ঠভোটে অনুমোদিত হয়। বিরোধীদলের পক্ষ থেকে এসব দাবির যৌক্তিকতা নিয়ে মোট ৪৪৮টি ছাঁটাই প্রস্তাব আনা হয়।
এর মধ্যে ৫টি দাবির ওপর বিরোধীদল আনীত ছাঁটাই প্রস্তাবের ওপর সংশ্লিষ্ট সদস্যগণ বক্তব্য দেন। এই ছাঁটাই প্রস্তাবগুলো কণ্ঠভোটে নাকচ হয়ে যায়। পরে কন্ঠ ভোটে নির্দিষ্টকরণ বিল ২০১৮ পাস হয়।
বাসস/এমআর/১৪১৫/বেউ/-আসচৌ