পিরোজপুরে প্রাথমিক শিক্ষা সমাপনী মডেল টেস্ট-এর মেধাবীদের সংবর্ধনা

309

পিরোজপুর, ১৪ অক্টোবর,২০১৯ (বাসস): জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আজ বেলা ১২টায় প্রাথমিক শিক্ষা সমাপনী চূড়ান্ত মডেল টেস্ট- ২০১৯ এর কৃতী শিক্ষার্থীদের সংবর্ধণার আয়োজন করা হয়। করিমুন্নেছা ও পালপাড়া ক্লাস্টার এর ৪৬ জন শিক্ষার্থীকে সংবর্ধনা ও ক্রেষ্ট তুলে দেয়া হয়।
অতিরিক্ত জেলা প্রশাসক নাহিদ ফারজানা সিদ্দিকীকের সভাপতিত্বে এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক আবু আলী মোঃ সাজ্জাদ হোসেন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন পিরোজপুরের পুলিশ সুপার মোঃ হায়াতুল ইসলাম খান, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ জেছের আলী, সাংবাদিক গৌতম চৌধুরী, মাহমুদ হোসেন শুকুর, এস.এম পারভেজ, প্রেস ক্লাব সভাপতি জহিরুল হক টিটু, সরকারি বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইদ্রিস আলী আজিজী, সরকারি বালক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জসিম উদ্দিন মাঝি। পিরোজপুর পৌর এলাকার ৩৮টি প্রাথমিক বিদ্যালয়ের ৯২৬ জন পরিক্ষার্থী করিমুন্নেছা এবং পালপাড়া প্রাথমিক বিদ্যালয়ের পরীক্ষা কেন্দ্রে অংশগ্রহণ করে। এদের মধ্য থেকে সর্বোচ্চ মেধাবী হিসেবে ২৭ জন মেয়ে ও ১৯ জন ছেলেকে লিখিত পরীক্ষার খাতা মূল্যায়ন করে নির্বাচন করা হয়। জেলা প্রশাসক বলেন এ ধরণের পরীক্ষা ও মেধাবীদের সংবর্ধনা দেয়ায় এসব মেধাবীরা আগামী দিনের পরীক্ষাগুলোতে ভালো ফলাফল করার জন্য অনুপাণিত্র হবে। পুলিশ সুপার এসব শিশুদের হাতে স্মার্টফোন না দেয়ার জন্য অভিভাবকদের প্রতি আহ্বান জানান। এসময় এসব মেধাবী ছাত্র-ছাত্রী, অভিভাবকবৃন্দ, সংশ্লিষ্ট বিদ্যালয়ের প্রধান শিক্ষকগণ, জেলা ও সদর উপজেলা পর্যায়ের শিক্ষা বিভাগের কর্মকর্তাগণ, জেলা প্রশাসনের কর্মকর্তাগণ,ও সাংবাদিক উপস্থিত ছিলেন।