বাসস দেশ-৪ : ১৪১তম আইপিইউ সম্মেলন শুরু

174

বাসস দেশ-৪
আইপিইউ-উদ্বোধন
১৪১তম আইপিইউ সম্মেলন শুরু
ঢাকা, ১৪ অক্টোবর, ২০১৯ (বাসস) : সার্বিয়ার বেলগ্রেডে ১৪১তম ইন্টার পার্লামেন্টারী ইউনিয়ন (আইপিইউ) সম্মেলন শুরু হয়েছে।
সার্বিয়ার প্রেসিডেন্ট আলেকজান্ডার ভোসিস রোববার রাতে ১৪১তম আইপিইউ সম্মেলনের উদ্বোধন করেন বলে আজ ঢাকায় প্রাপ্ত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানা যায়।
উদ্বোধনী অনুষ্ঠানে আইপিইউ প্রেসিডেন্ট গ্যাব্রিয়েলা চুয়েভাস ব্যারন এবং সার্বিয়া পার্লামেন্টের স্পিকার ও ১৪১তম আইপিইউ সম্মেলনের প্রেসিডেন্ট মিজ মাজা গজকোভিচ বক্তব্য রাখেন।
বাংলদেশ জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর নেতৃত্বে বাংলাদেশ প্রতিনিধিদল আইপিইউ’র ১৪১তম এসেম্বলি’র উদ্বোধন অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।
সংসদীয় গণতন্ত্রের অন্যতম বৃহত্তম এ সম্মেলনে ১৪০টি দেশের ৮০ জন স্পিকার, ৬০ জন ডেপুটি স্পিকারসহ ১ হাজার ৫শ’র বেশি প্রতিনিধি অংশ নিচ্ছেন।
বাসস/সবি/এমএসএইচ/১৪০০/-এমএসআই