বাজিস-৫ : নড়াইলে উৎপাদন বাড়াতে ৬শ’৯০ কৃষককে প্রশিক্ষণ দেয়া হচ্ছে

169

বাজিস-৫
নড়াইল-প্রশিক্ষণ
নড়াইলে উৎপাদন বাড়াতে ৬শ’৯০ কৃষককে প্রশিক্ষণ দেয়া হচ্ছে
নড়াইল, ১৪ অক্টোবর, ২০১৯ (বাসস) : জাতীয় কৃষি প্রযুক্তি প্রকল্পের আওতায় কৃষি উৎপাদন বাড়াতে জেলায় ৬শ’৯০ কৃষক-কৃষাণীকে প্রশিক্ষণ দেয়া হচ্ছে।এ প্রশিক্ষণ কর্মসূচির আওতায় জেলার লোহাগড়া উপজেলায় সোমবার সকাল ১০টায় শুরু হওয় এ প্রশিক্ষণে ৩০জন করে দুটি গ্রুপে ৬০জন কৃষক-কৃষাণীকে দিনব্যাপী প্রশিক্ষণ দেয়া হবে।নতুন প্রযুক্তিতে কৃষি চাষাবাদ,বসতবাড়িতে সবজি বাগান করতে নারীদের আগ্রহ সৃষ্টি,সঞ্চয়ী মনোভাব গড়ে তোলা,ধান,গমসহ শাকসবজির উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে এ প্রশিক্ষণ দেয়া হচ্ছে বলে কৃষি কর্মকর্তারা জানিয়েছেন।
আজ লোহাগড়া উপজেলা পরিষদ মিলনায়তনে এবং কৃষি কর্মকর্তার কার্যালয়ে কৃষক-কৃষাণীদের প্রশিক্ষণ প্রদান করেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের নড়াইল জেলা প্রশিক্ষণ কর্মকর্তা অনুজ কুমার বিশ্বাস,লোহাগড়া উপজেলা কৃষি কর্মকর্তা সমরেন কুমার বিশ্বাস,কৃষি সম্প্রসারণ কর্মকর্তা ফারজানা ইসলাম।
জেলা প্রশিক্ষণ কর্মকর্তা অনুজ কুমার বিশ্বাস জানান,গ্রুপ ভিত্তিতে কৃষক-কৃষাণীরা প্রশিক্ষণ নেয়ার পর প্রতিগ্রুপ থেকে কমপক্ষে দেড়লাখ টাকা সঞ্চয় করা হলে ওই গ্রুপের কৃষি সদস্যদের ৩লাখ টাকার কৃষি ভতুর্কি দেয়া হবে। কৃষি ভতুর্কির মধ্যে রয়েছে পাওয়ার টিলার, ট্রাক্টর, ধান মাড়াই ও কর্তন যন্ত্র এবং প্রশিক্ষণপ্রাপ্ত কৃষক-কৃষাণীদের গ্রুপকে কৃষিক্লাবে পরিণত করে সেটি সমাজ সেবার আওতায় নিবন্ধনের ব্যবস্থা করা।আগামি ১৫ থেকে ১৭ অক্টোবরের মধ্যে এ প্রশিক্ষণ কর্মসূচি সমাপ্ত হবে বলে তিনি জানান।
বাসস/সংবাদদাতা/১২৫৫/নূসী