বাসস দেশ-৩১ : সিভিল সার্ভিসের সদস্যদের সুদক্ষভাবে গড়ে তুলতে হবে : প্রতিমন্ত্রী ফরহাদ

286

বাসস দেশ-৩১
বুনিয়াদ- প্রশিক্ষণ- সনদ বিতরণ
সিভিল সার্ভিসের সদস্যদের সুদক্ষভাবে গড়ে তুলতে হবে : প্রতিমন্ত্রী ফরহাদ
ঢাকা, ১৩ অক্টোবর, ২০১৯ (বাসস) : জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন বলেছেন, সরকারের উন্নয়ন পরিকল্পনার সফল বাস্তবায়নে সিভিল সার্ভিসের সদস্যদের সুদক্ষভাবে গড়ে তুলতে হবে।
আজ সাভারে বাংলাদেশ লোক-প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রে ৬৯তম বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের সমাপনী ও সনদ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
বাংলাদেশ লোক- প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রের রেক্টর মো. রকিব হোসেনের সভাপতিত্বে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব ফয়েজ আহম্মদ বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন।
প্রতিমন্ত্রী ফরহাদ সফলভাবে কোর্স সম্পন্নকৃত ৩৯৫ জন প্রশিক্ষণার্থীর মাঝে সার্টিফিকেট বিতরণ করেন।
ছয় মাস মেয়াদী এ প্রশিক্ষণ কোর্স শেষে প্রথম স্থান অধিকারী বিসিএস পররাষ্ট্র ক্যাডারের সদস্য আরিফা আফরিন রেক্টর মেডেল লাভ করেন।
বাসস/সবি/এমএআর/১৯২৮/কেজিএ