বাসস ক্রীড়া-৯ : ড্র হলো চট্টগ্রাম বিভাগ-ঢাকা মেট্রোর ম্যাচ

146

বাসস ক্রীড়া-৯
ক্রিকেট-এনসিএল
ড্র হলো চট্টগ্রাম বিভাগ-ঢাকা মেট্রোর ম্যাচ
ঢাকা, ১৩ অক্টোবর ২০১৯ (বাসস) : ২১তম জাতীয় ক্রিকেট লিগে (এনসিএল) চট্টগ্রাম বিভাগ-ঢাকা মেট্রোর মধ্যকার দ্বিতীয় স্তরের ম্যাচটি ড্র হলো।
মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে প্রথম ইনিংসে ২৯০ রানে অলআউট হয় চট্টগ্রাম বিভাগ। জবাবে তৃতীয় দিন শেষে ৭ উইকেটে ৩৪৯ রান করেছিলো ঢাকা মেট্রো। ২০১ রানে সপ্তম উইকেট হারানোর পর দলের হাল ধরেছিলেন জাবিদ হোসেন ও শহিদুল ইসলাম। তৃতীয় দিন শেষে জাভিদ ৮১ ও শহিদুল ৮২ রানে অপরাজিত থাকেন।
কিন্তু চতুর্থ ও শেষ দিন নিজেদের ইনিংস বড় করতে পারেননি তারা। জাবিদ ৮৫ ও শহিদুল ৮৩ রানে আউট হন। ফলে বাকী ৩ উইকেট থেকে মাত্র ৫ রান যোগ করে ৩৫৪ রানে অলআউট হয় ঢাকা মেট্রো। অষ্টম উইকেট জুটিতে ১৫১ রান যোগ করে দলকে প্রথম ইনিংসে লিড এনে দিয়েছিলেন জাবিদ ও শহিদুল। ইনিংসে চট্টগ্রাম বিভাগের পক্ষে সর্বোচ্চ ৩টি উইকেট নেন মিনহাজুল আবেদিন আফ্রিদি।
প্রথম ইনিংসে ৬৪ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংস শুরু করে ভালো সূচনা পায় চট্টগ্রাম বিভাগ। দুই ওপেনার তামিম ইকবাল ও পিনাক ঘোষ ১০২ রানের জুটি গড়েন। হাফ-সেঞ্চুরি তুলে ফিরেন পিনাক। ৯টি চার ও ১টি ছক্কায় ১০৯ বলে ৫৭ রান করেন তিনি।
পিনাককে শিকার করার পরের ডেলিভারিতেই অধিনায়ক মোমিনুল হককে বিদায় দেন ঢাকা মেট্রোর মাহমুদুল্লাহ রিয়াদ। শূন্য হাতে ফিরেন মোমিনুল। কিছুক্ষণ পর থামেন আরেক ওপেনার তামিম ইকবালও। হাফ-সেঞ্চুরির সম্ভাবনা জাগিয়ে ৪৬ রানে আউট হন তিনি। তার ১১২ বলের ইনিংসে ৪টি চার ও ১টি ছক্কা ছিলো।
তামিমের পর দ্রুত বিদায় ঘটে মিডল-অর্ডার ব্যাটসম্যান মাহিদুল ইসলাম অঙ্কনের। তিনিও শূন্য রানে আরাফাত সানির বলে ফিরেন। ফলে ৬ রানের ব্যবধানে প্রথম ৪ উইকেট হারায় চট্টগ্রাম।
২১ বলের ব্যবধানে ৪ উইকেট পতনের পর প্রতিরোধ গড়ে তোলার চেষ্টা করেন তাসামুল হক ও মাসুম খান। উইকেটে সেট হয়ে বড় জুটিই গড়েন তারা। দু’জনের ব্যাটিং দৃঢ়তায় চট্টগ্রাম পেয়ে যায় ২শ রান। শেষ পর্যন্ত দলীয় ২২৩ রানে বিচ্ছিন্ন হন তারা। ৪টি চার ও ১টি ছক্কায় ১০৬ বলে ৫৩ রান করে আউট হন তাসামুল। তার আউটের কিছুক্ষণ পরই ম্যাচটি ড্র মেনে নেয় দু’দল। ৮টি চার ও ১টি ছক্কায় ১২৩ বলে অপরাজিত ৬১ রান করেন মাসুম। ঢাকা মেট্রোর মাহমুদুল্লাহ প্রথম ইনিংসের মত এবারও ৩ উইকেট নেন। এছাড়া ব্যাট হাতে ৬৩ রান করার সুবাদে ম্যাচ সেরা হন মাহমুদুল্লাহ।
বাসস/এএমটি/১৮৪৫/মোজা/স্বব