বাসস দেশ-২২ : চট্টগ্রামে সরকারি দু’পদে চাকরির অভিযোগে একজন গ্রেফতার

157

বাসস দেশ-২২
দুদক-গ্রেফতার
চট্টগ্রামে সরকারি দু’পদে চাকরির অভিযোগে একজন গ্রেফতার
চট্টগ্রাম, ১৩ অক্টোবর, ২০১৯ (বাসস) : চট্টগ্রামে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও ইউনিয়ন পরিষদের সচিব হিসেবে একসঙ্গে সরকারি দু’টি পদে চাকরি করার অভিযোগে রফিকুল ইসলাম (৪৩) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
দুদকের উপ-সহকারী পরিচালক মুহাম্মদ জাফর সাদেক শিবলী জানান, রোববার দুপুর ২টার দিকে তাকে নগরীর আগ্রাবাদ বাদামতলী মোড় থেকে গ্রেফতার করা হয়।
রফিকুল ইসলাম আনোয়ারা উপজেলার চুন্নাপাড়ার আব্দুল সাত্তারের ছেলে। তিনি চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার চুনতি, মিরসরাই উপজেলার হিঙ্গুলী ও আনোয়ারা উপজেলার বরুমছড়া ইউপিসহ বিভিন্ন ইউনিয়ন পরিষদে সচিব হিসেবে কর্মরত ছিলেন।
একই সাথে তিনি চট্টগ্রামের আনোয়ারা উপজেলার উত্তর বন্দর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে চাকরি করে আসছিলেন।
জাফর সাদেক শিবলী বলেন, দেড় যুগ ধরে সরকারি দুই পদে কর্মরত ছিলেন রফিকুল ইসলাম। তিনি ইউনিয়য়ন পরিষদের সচিব পদে কর্মরত দেখিয়ে অবৈধভাবে বেতনভাতা বাবদ প্রায় ১৫ লাখ টাকা আত্মসাৎ করেছেন। যা দুর্নীতি প্রতিরোধ আইনের ৫ (২) ধারায় শাস্তিযোগ্য অপরাধ।
এ ঘটনায় আজ রোববার রফিকুলের বিরুদ্ধে দুদক একটি মামলা করে। এ মামলায় তাকে গ্রেফতার করে আদালতে হাজির করা হয়।
বাসস/জিই/এফএইচ/১৮২২/কেকে