বাসস দেশ-১২ : ছেলে এবং মেয়ে শিশুর সমতা নিশ্চিতে বৈষম্যহীন অনুকূল পরিবেশ গড়ে তুলতে হবে

111

বাসস দেশ-১২
শিশু-দিবস-আলোচনা
ছেলে এবং মেয়ে শিশুর সমতা নিশ্চিতে বৈষম্যহীন অনুকূল পরিবেশ গড়ে তুলতে হবে
ঢাকা, ১৩ অক্টোবর, ২০১৯ (বাসস) : ‘আলোকিত বাংলাদেশ গড়ে তোলার জন্য প্রয়োজন বৈষম্যহীন অনুকূল পরিবেশ যেখানে ছেলে এবং মেয়ে শিশুর সমতা নিশ্চিত হবে। বিভিন্ন নির্যাতন ও বৈষম্যমূলক সামাজিক রীতি-নীতির কারণে কন্যাশিশুর সঠিক বিকাশ বাধাপ্রাপ্ত হয়।’
বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ ২০১৯ পালন উপলক্ষে আজ রবিবার (১৩ অক্টোবর) সকালে বাংলাদেশ শিশু একাডেমি মিলনায়তনে এক আলোচনা সভায় বক্তারা এ কথা বলেন।
বাংলাদেশ শিশু একাডেমি ও ব্র্যাক-এর যৌথ আয়োজনে এই আলোচনা সভার পাশাপাশি ছিল সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ।
‘সমতা আমার অধিকার’ শীর্ষক এই অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রখ্যাত কথাসাহিত্যিক সেলিনা হোসেন, অস্ট্রেলিয়ান হাই কমিশনের চার্জ দ্য অ্যাফেয়ার্স পেনি মর্টন, বাংলাদেশে ডিএফআইডি-র কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ জুডিথ হারবার্টসন, বাংলাদেশ শিশু একাডেমির পরিচালক আনজীর লিটন, ব্র্যাকের জেন্ডার জাস্টিস ডাইভারসিটি-র পরিচালক আন্না মিনজ, নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ-এর পরিচালক নবনীতা চৌধুরী ।
কথাসাহিত্যিক সেলিনা হোসেন বলেন, ‘সব ধরনের শিশু নির্যাতনরোধে শুধু পুলিশ আর সরকারের মুখাপেক্ষি হয়ে বসে থাকলে চলবে না, নাগরিকদেরও জোরালো ভূমিকা রাখতে হবে।’
ব্র্যাকের জেন্ডার জাস্টিস ডাইভারসিটি-র পরিচালক আন্না মিনজ বলেন, ‘আশার কথা এখন প্রায় শতভাগ শিশুই স্কুলে যাচ্ছে। আরেকটা গর্বের অর্জন আমাদের মেয়ে শিশুরা এখন ক্রিকেট-ফুটবল খেলে আন্তর্জাতিক সুনাম অর্জন করছে।’
এর আগে, গত মাসে ব্র্যাকের উদ্যোগে ঢাকার ১০টি স্কুলে শিশুদের গল্প লেখা এবং বস্তিবাসী শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়। অনুষ্ঠানে সেই প্রতিযোগিতায় বিজয়ী শিশুদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।
সবশেষে ছিল ব্র্যাক শিক্ষা কর্মসূচির শিক্ষার্থীদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।
উল্লেখ্য, বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ উপলক্ষে ব্র্যাক ও বাংলাদেশ শিশু একাডেমী পাঁচ দিনব্যাপি “আমার কথা শোনো” নামক অনুষ্ঠানের আয়োজন করে। এতে বিভিন্ন বিষয় ভিত্তিক আলোচনায় শিশুরা সরাসরি অংশগ্রহণ করেছে।
বাসস/সবি/এমএন/১৬৪০/শআ